scorecardresearch
 

Abhishek Banerjee: 'ম্যাচ ফিক্সিংয়ের মতো কোর্ট ফিক্সিং করছে বিজেপি,' SSC-রায় নিয়ে বিস্ফোরক অভিষেক

কলকাতা হাইকোর্টের রায় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আদালতের বিচারপতিরা বিজেপির প্রার্থী হয়েছে। যারা পরিকল্পিতভাবে বিজেপির কথায় রায় দিচ্ছে। আজকে ২৫ হাজার যোগ্য লোকেরও চাকরি কেড়ে নিল আদালত।

Advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
হাইলাইটস
  • কলকাতা হাইকোর্টের রায় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • বললেন, 'আদালতের বিচারপতিরা বিজেপির প্রার্থী হয়েছে।

কলকাতা হাইকোর্টের রায় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আদালতের বিচারপতিরা বিজেপির প্রার্থী হয়েছে। যারা পরিকল্পিতভাবে বিজেপির কথায় রায় দিচ্ছে। আজকে ২৫ হাজার যোগ্য লোকেরও চাকরি কেড়ে নিল আদালত। একজন বিচারপতি থাকাকালীন বলেছেন, তিনি বিজেপির সঙ্গে যোগাযোগে ছিলেন। সেই বিচারপতি যদি বিজেপিতে যায়, তাহলে কলকাতা হাইকোর্টটাকেই তুলে দেওয়া উচিত।' 

অভিষেকের কথায়, 'শুভেন্দু অধিকারী বলছেন, আমি সপ্তাহের শুরুতেই বোম ফাটাব। রায়টা এল সোমবার। তাহলে রায়টা কী কাকতালীয়? গতকাল ওন্দার বিধায়ক অমর শাখা কর্মীসভা থেকে বলেছেন এপ্রিলে ৩০ তারিখের মধ্যে আরও ৫৯ হাজার যোগ্যদের চাকরি যাবে। যারা যোগ্য তাঁরা বিব্রত হবেন না। তৃণমূল আপনাদের পাশে ছিল থাকবে। কারও চাকরি আমরা যেতে দেব না। প্রতিশোধের জন্য করা হচ্ছে। এই অর্ডারে বিজেপির স্ট্যাম্প রয়েছে। কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপির সঙ্গে যোগসাজসে রয়েছে। এবং তাঁদের কথায় বিচারব্যবস্থা রায় দিচ্ছে।'

 অভিষেক আরও বলেন, 'বলে বলে গোল দেব। ছোটবেলায় বলতাম। ম্যাচ ফিক্সিংয়ে কেউ বলে পরের বলে ছক্কা হবে, তাই হয়, কেউ বলে পরের বলে আউট হবে, তাই হয়। এগুলো হচ্ছে অর্ডার ফিক্সিং, দুর্ভাগ্যজনক, কোর্ট ফিক্সিং। আগে আমরা বেটিং শুনতাম, এখন বেটিংয়ের নতুন মাত্রা যোগ করছে কলকাতা হাইকোর্টের একাংশ। বিজেপির লোকেরা বেটিং করছে আর সেই বেটিংয়ের দোসর হিসেবে কাজ করছে বিচারব্যবস্থার বিচারকে আসনে থাকা বিচারপতিরা। তারা বিজেপির প্রার্থী এখন।'
 

আরও পড়ুন

 

Advertisement