scorecardresearch
 

'মোহন ভাগবতের চাপে অভিষেককে গ্রেফতার করা হয়নি', বিস্ফোরক অধীর

RSS প্রধান মোহন ভাগবতের চাপে পড়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়নি। বিস্ফোরক অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রবিবার ভবানীপুরে নির্বাচনী সভা থেকে কংগ্রেসকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। BJP ও CPIM-র সঙ্গে কংগ্রেসের আঁতাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। আর তারপরই আসরে নামে কংগ্রেসও। এদিন বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দেন অধীর চৌধুরী।

Advertisement
মমতা ও অধীর মমতা ও অধীর
হাইলাইটস
  • RSS প্রধান মোহন ভাগবতের চাপে পড়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়নি
  • বিস্ফোরক অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী
  • এদিন বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে তিনি এই কথা বলেন

RSS প্রধান মোহন ভাগবতের চাপে পড়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়নি। বিস্ফোরক অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রবিবার ভবানীপুরে নির্বাচনী সভা থেকে কংগ্রেসকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। BJP ও CPIM-র সঙ্গে কংগ্রেসের আঁতাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। আর তারপরই আসরে নামে কংগ্রেসও। এদিন বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দেন অধীর চৌধুরী। 

আরও পড়ুন : 'কহিঁ পে নিগাহেঁ, কহিঁ পে নিশানা,' লকেট-কুণাল টুইটারে যা চলছে...

মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন? 

রবিবারের সভা থেকে কংগ্রেস ও বামেদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে তাঁকে হারানোর চক্রান্ত হচ্ছে। এই অভিযোগ করে BJP-র সঙ্গে কংগ্রেসের আঁতাত আছে বলে দাবি করেন তিনি। বলেন,  'CPI(M) এই রাজ্যে অনেক অত্যাচার চালিয়েছে। আমি এজন্য কংগ্রেস ছেড়ে দিয়েছি, যে CPI(M)-কংগ্রেসের সঙ্গে আঁতাত ছিল, এখনও আছে। বিজেপির সঙ্গেও আছে। আমাদের সব কর্মীদের পিটিয়েছে। তবুও আমারা লড়ে যাচ্ছি। আমাদের লড়ার শক্তি আছে। ভবানীপুরে জেতার পর আমি অন্যান্য রাজ্যেও যাব।'

পাল্টা জবাব অধীরের

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে উড়িয়ে বিস্ফোরক অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন তিনি বলেন, 'তৃণমূলের সঙ্গে RSS-এর ২০০৩ সাল থেকে সম্পর্ক রয়েছে। আপনি RSS-এর সঙ্গে লড়বেন?  আপনার সঙ্গে অনেক পুরোনো সম্পর্ক। আজও সম্পর্ক রয়েছে। তাই আপনি মিলেমিশে চলেন।' 

এই কাগজ সামনে রেখেই RSS-এর সঙ্গে মমতার সম্পর্ক রয়েছে বলে দাবি করেন অধীর
এই কাগজ সামনে রেখেই RSS-এর সঙ্গে মমতার সম্পর্ক রয়েছে বলে দাবি করেন অধীর

এরপরই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে কেন্দ্রীয় এজেন্সির নোটিশ পাঠানো ইস্যুতে দাবি করেন, RSS-এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো সম্পর্ক রয়েছে বলেই অভিষেককে গ্রেফতার করা হয়নি। তাঁর কথায়, 'ভাইপোকে নোটিশ পাঠানো হল। দিদি দৌড়ে প্রধানমন্ত্রীর কাছে গেলেন। দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্ষে চেয়েছেন নরেন্দ্র মোদীর কাছে। বলেছেন, আমি ভাইপোকে সন্তানের মতো মানুষ করেছি। তার যেন কোনও ক্ষতি না হয়। অমিত শাহের সঙ্গে সেটিং না থাকলেও রাজনাথ সিং, নীতিন গড়কড়ি এবং মোহন ভাগবতের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে দিদির। মোহন ভাগবতের চাপে পড়েই ভাইপোকে গ্রেফতার করা হয়নি।' 

Advertisement

কেন মমতার সঙ্গে RSS-এর সম্পর্ক রয়েছে? উত্তরে অধীর বলেন, 'আসলে RSS-এরও শর্ত রয়েছে। শর্ত দেশ থেকে কংগ্রেসকে মুছে দিতে সাহায্য করতে হবে। কারণ ২০১৪ সালে BJP ও নরেন্দ্র মোদীর শ্লোগান ছিল কংগ্রেস মুক্ত ভারত।' 

আরও পড়ুন : নতুন সংসদ ভবনের কাজ দেখতে রাতে সেন্ট্রাল ভিস্তায় PM মোদী, দেখুন

কয়েকদিন আগেই জাতীয় কংগ্রেসকে 'পচা ডোবা' বলে আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের মুখপত্রে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছিল। তখন অধীর মমতাকে আক্রমণ করেছিলেন। বলেছিলেন, 'কিছুদিন আগে দিদি বললেন কংগ্রেসকে দরকার। এখন উনি বলছেন কংগ্রেসকে উঠিয়ে দেওয়া দরকার। এই কথা বলে উনি প্রমাণ করলেন উনিই হলেন, এই বছরের শ্রেষ্ঠ জোকার।'

Advertisement