scorecardresearch
 

Kolkata Municipal Corporation Election 2021 : 'পাগলে অনেক কিছু বলে,' নির্বাচনী বিধি লঙ্ঘন ইস্যুতে BJP-CPIM কে কটাক্ষ অনুব্রতর

তৃণমূল নির্বাচনী বিধি লঙ্ঘন করছে বলে বারেবারেই অভিযোগ তুলছে বিজেপি (BJP) ও বামেরা (Left Front)। এমনকী বিষয়টি নিয়ে কমিশনেও যাচ্ছে তারা। যদিও বিরোধীদের এই অভিযোগকে একেবারেই আমল দিতে রাজি নন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। এই প্রসঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে অনুব্রতর কটাক্ষ, 'পাগলে অনেক কিছুই বলে।'

Advertisement
অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল
হাইলাইটস
  • তৃণমূলের কোনও বিরোধী নেই
  • উন্নয়নকে হাতিয়ার করেই জিতবে তৃণমূল
  • দাবি অনুব্রত মণ্ডলের

আগামী ১৯ তারিখ কলকাতার পুর নির্বাচন। আর সেই নির্বাচনে তৃণমূল সমস্ত আসনেই জিতবে বলে দাবি করলেন শাসকদলের বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। শুক্রবার সল্টলেক ময়ূখভবনে মঙ্গলকোটের একটি মামলার সাক্ষ্য দিতে এসে অনুব্রত মণ্ডল বলেন, 'কলকাতা পুর নির্বাচনে সবকটি আসনেই জিতবে তৃণমূল কগ্রেস।' এমনকী তৃণমূলের বিপক্ষ কেউ নেই বলেও দাবি করেন তিনি। 

এদিকে তৃণমূল নির্বাচনী বিধি লঙ্ঘন করছে বলে বারেবারেই অভিযোগ তুলছে বিজেপি (BJP) ও বামেরা (Left Front)। এমনকী বিষয়টি নিয়ে কমিশনেও যাচ্ছে তারা। যদিও বিরোধীদের এই অভিযোগকে একেবারেই আমল দিতে রাজি নন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। এই প্রসঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে অনুব্রতর কটাক্ষ, 'পাগলে অনেক কিছুই বলে।'

কলকাতা পুরভোটে উন্নয়নকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেস (TMC) জিতবে বলে এদিন মন্তব্য করেন অনুব্রত মণ্ডল। এক্ষেত্রে কলকাতার জলযন্ত্রণা নিয়ে প্রশ্ন করা হলে তাঁর দাবি, '৩৪ বছরের বাম আমলে কলকাতার জলযন্ত্রণা যা ছিল তার চেয়ে এখন অনেকটাই কমেছে।' 

প্রসঙ্গত মাঝে আর ১টা দিন। তারপরেই কলকাতা পুরনিগমের নির্বাচন (Kolkata Municipal Corporation Election 2021)। নিয়ম অনুযায়ী আজ শুক্রবারই ভোটের শেষ প্রচার। শেষ মুহূর্তে প্রচারের জমি এক ইঞ্চিও ছাড়তে চাইছে না কোনও পক্ষ। পুরভোটে জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস। পালটা শাসকদলকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে তৈরি বিরোধীরাও। 

 

Advertisement