তিনি অসুস্থ। এখন বেড রেস্টে আছেন। সেই কারণে CBI-এর কাছে হাজিরা দিতে পারছেন না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি পাঠিয়ে একথা জানালেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। খবর সূত্রের।
সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের আইনজীবীরা চিকিৎসার নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে তুলে দেন। সেখানে নাকি একাধিক প্রেসক্রিপশন রয়েছে। রয়েছে তাঁর শারীরিক পরিস্থিতির উল্লেখও। ১৪ দিন সময় চাইছেন অনুব্রত। চিঠিতে লেখা, সুস্থ হয়ে অনুব্রত মণ্ডল ফের CBI-এর সামনে জিজ্ঞাসাবাদের জন্য আসবেন। তিনি আগেও সাহায্য করেছেন তদন্তে। ভবিষ্যতেও করবেন।
আরও পড়ুন : ১০ লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছে Paytm, কীভাবে আবেদন করবেন?
প্রসঙ্গত, গরু-পাচার মামলায় অনুব্রতকে এই নিয়ে মোট ১০ বার ডেকে পাঠিয়েছে CBI। তার মধ্যে একবার তিনি হাজিরা দিয়েছেন। আজ বুধবার সকালেও তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে হাজিরা এড়িয়ে যান তিনি।
এরইমধ্যে আবার নতুন বিতর্কে জড়িয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। বোলপুর মহকুমা হাসপাতালে ডাক্তার চন্দ্রনাথ অধিকারী দাবি করেছেন, তিনি অনুব্রতকে ১৪ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন অনুব্রতর-ই নির্দেশে।
আরও পড়ুন : ১৯ অগাস্ট বকেয়া DA মেটানোর শেষদিন, রাজ্য সরকারি কর্মীরা পাবেন?
তাঁর আরও সংযোজন, 'ওঁর ফিশচুলার সমস্যা আছে। অসম্ভব মানসিক চাপে রয়েছেন। উনি আমাকে অনুরোধ করলেন, ১৪ দিনের বেড রেস্ট লিখে দিন। অনুব্রত মণ্ডলের কিছু সমস্যা রয়েছে তবে চাইলেই তবে তা নিয়ে বিশেষ উদ্বেগের কিছু নেই।'
ওই চিকিৎসক আরও জানান, তিনি প্যাডে প্রেসক্রিপশন লেখেননি। অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে একটি সাদা কাগজ চেয়ে কী কী করণীয় তা লিখেছেন।