scorecardresearch
 

Anup Ghosal: প্রয়াত সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল, 'অপূরণীয় ক্ষতি,' লিখলেন মমতা

প্রয়াত হলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ডঃ অনুপ ঘোষাল। শুক্রবার কলকাতায় নিজের বাসভবনে মারা যান তিনি। হয়েছিল ৭৮ বছর। তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসার পরই শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
অনুপ ঘোষাল। অনুপ ঘোষাল।
হাইলাইটস
  • প্রয়াত হলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ডঃ অনুপ ঘোষাল।
  • শুক্রবার কলকাতায় নিজের বাসভবনে মারা যান তিনি।

প্রয়াত হলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ডঃ অনুপ ঘোষাল। শুক্রবার কলকাতায় নিজের বাসভবনে মারা যান তিনি। হয়েছিল ৭৮ বছর। তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসার পরই শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শোকবার্তায় লিখেছেন, 'বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকার ড. অনুপ ঘোষালের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৮ বছর।'

মুখ্যমন্ত্রী আরও লেখেন, 'নজরুলগীতি ছাড়াও তিনি বাংলা, হিন্দি-সহ অন্যান্য ভাষার চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশন করেছেন। বিশ্ববরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের 'গুপী গাইন বাঘা বাইন', 'হীরক রাজার দেশে' চলচ্চিত্রে তাঁর গাওয়া গান আজও মানুষের মুখে মুখে ফেরে। 'সাগিনা মাহাতো' চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালক ছিলেন। তিনি ২০১১ সালে উত্তরপাড়ার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে তাঁকে 'নজরুল স্মৃতি পুরস্কার' ও ২০১৩ সালে  'সঙ্গীত মহাসম্মান' প্রদান করে। অনুপ ঘোষালের  প্রয়াণে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি অনুপ ঘোষালের  আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'

বিরাট কেরিয়ারে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য ‘সাগিনা মাহাতো’র মতো ছবির সঙ্গীত পরিচালনা। এ ছাড়াও সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’ এবং ‘হীরক রাজার দেশে’ চলচ্চিত্রে গান গেয়ে পেয়েছিলেন বিশ্বজোড়া খ্যাতি। ১৯৮১ সালে ‘হীরক রাজার দেশে’র জন্য জাতীয় পুরস্কারও পান। শুধু বাংলাতেই নয়, হিন্দি, ভোজপুরি ও অসমিয়া ভাষাতেও গান গেয়েছেন তিনি। ‘মাসুম’ ছবির ‘তুঝসে নারাজ নহি জিন্দেগি’ আজও বহু শ্রোতা ভুলতে পারেননি। 

 

আরও পড়ুন

Advertisement