scorecardresearch
 

অটো চাপার আগে তাপমাত্রা পরীক্ষা, বিধাননগরে অভিনব উদ্যোগ

চালু হল লোকাল ট্রেন (Local Train)। স্বাভাবকি ভাবেই ভিড় বেড়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে নিজেদের উদ্যোগেই পদক্ষেপ করলেন বিধাননগরের অটোচালকরা (Bidhannagar)। অটোয় ওঠার আগে থার্মাল গান (Thermal Gun) দিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে যাত্রীদের দেহের তাপমাত্রা। পরীক্ষার পরেই দেওয়া হচ্ছে অটোতে ওঠার ছাড়পত্র। একইসঙ্গে পিপিই কিট (PPE Kit) পড়ে এক ব্যক্তি জীবাণুমুক্ত করছেন অটোগুলিকে। অটোচালকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরাও। তবে কতদিন এই ব্যবস্থা চলবে তা নিয়ে সন্দেহ রয়েছে যাত্রীদের মনে। 

Advertisement
থার্মাল গান দিয়ে তাপমাত্রা পরীক্ষা থার্মাল গান দিয়ে তাপমাত্রা পরীক্ষা
হাইলাইটস
  • বিধাননগরে অটোচালকদের অভিনব উদ্যোগ
  • থার্মাল গান গিয়ে পরীক্ষা করা হচ্ছে যাত্রীদের
  • জীবাণুমুক্ত করা হচ্ছে অটোগুলি


চালু হল লোকাল ট্রেন (Local Train)। স্বাভাবকি ভাবেই ভিড় বেড়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে নিজেদের উদ্যোগেই পদক্ষেপ করলেন বিধাননগরের অটোচালকরা (Bidhannagar)। অটোয় ওঠার আগে থার্মাল গান (Thermal Gun) দিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে যাত্রীদের দেহের তাপমাত্রা। পরীক্ষার পরেই দেওয়া হচ্ছে অটোতে ওঠার ছাড়পত্র। একইসঙ্গে পিপিই কিট (PPE Kit) পড়ে এক ব্যক্তি জীবাণুমুক্ত করছেন অটোগুলিকে। অটোচালকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরাও। তবে কতদিন এই ব্যবস্থা চলবে তা নিয়ে সন্দেহ রয়েছে যাত্রীদের মনে। 

মহম্মদ নূর আলম নামে এক যাত্রী জানাচ্ছেন, "অটো নিত্যযাত্রার একটি অংশ। এতে অফিস যাওয়ার খরচ কমে। সেক্ষেত্রে এগুলি জীবাণুমুক্ত করাটা খুবই ভাল উদ্যোগ।" শ্রাবন্তী দত্ত নামে আরও এক যাত্রী জানাচ্ছেন, "ট্রেন পরিষেবা শুরু হয়ে গেছে। জীবাণুমুক্তকরণের ব্যবস্থা চলছে। পুরনো ভাড়াই নিচ্ছেন অটোচালকরা। সবই ঠিকঠাক।" তবে কতদিন এই ব্যবস্থা থাকবে তা নিয়ে প্রশ্ন রয়েছে তাঁর মনে। এদিকে এবিষয়ে অসীম মিত্র নামে এক অটোচালক জানাচ্ছেন,"লোকাল ট্রেনের পরিষেবা শুরু হল। মাস্ক দেওয়া হচ্ছে। পাশাপাশি অটোগুলিকে জীবাণুমুক্ত করা হচ্ছে এবং থার্মাল গান দিয়ে পরীক্ষা করা হচ্ছে যাত্রীদের দেহের তাপমাত্রা। এর ফলে যাত্রী ও অটোচালক উভয়েরই সুবিধা হবে বলে মনে করছেন তিনি।"

করোনা ও লকডাউনের জেরে দীর্ঘ প্রায় ৮ মাস বন্ধ থাকার পর বুধবার থেকে সাধারণ নিত্যযাত্রীদের জন্য পুনরায় চালু হল লোকাল ট্রেনের পরিষেবা। এদিন হাওড়া, শিয়ালদহ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে চোখে পড়ে ব্যস্ততার চেনা ছবি। মাস্ক সহ সমস্ত কোভিড ১৯ বিধি মেনেই ট্রেনে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। একইসঙ্গে কড়া নজরদারি চালাচ্ছে আরপিএফ এবং জিআরপি-ও। স্টেশন চত্বরে চলছে সচেতনতামূলক প্রচার। চলছে জীবাণুমুক্ত করার কাজও। লোকাল ট্রেন পুনরায় চালু হওয়ায় রেল ও রাজ্য সরকারকে সাধুবাদ দিচ্ছেন যাত্রীরা। তবে সাধারণ মানুষের জন্য লোকাল ট্রেন চালু হলেও আপাতত হকারদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Advertisement

 

Advertisement