scorecardresearch
 

'উত্তরীয়, ভালোবাসা পেয়ে আপ্লুত', বাবুলের 'সুর' বেঁধে দিলেন মমতা

তৃণমূল কংগ্রেসে যোগদানের পর সোমবার প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন বাবুল সুপ্রিয়। আর তৃণমূল সুপ্রিমোর সঙ্গে প্রথম সাক্ষাতেই আপ্লুত বাবুল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তিনি আপ্লুত।

Advertisement
বাবুল ও মমতা বাবুল ও মমতা
হাইলাইটস
  • তৃণমূল কংগ্রেসে যোগদানের পর সোমবার প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন বাবুল সুপ্রিয়
  • আর তৃণমূল সুপ্রিমোর সঙ্গে প্রথম সাক্ষাতেই আপ্লুত বাবুল সুপ্রিয়
  • সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল জানান, তিনি আপ্লুত

তৃণমূল কংগ্রেসে যোগদানের পর সোমবার প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন বাবুল সুপ্রিয়। আর তৃণমূল সুপ্রিমোর সঙ্গে প্রথম সাক্ষাতেই আপ্লুত বাবুল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে  জানান, তিনি আপ্লুত। 

বাবুল বলেন, 'আজ এই সময় দিদি আমায় ডেকেছিলেন। আমি অনেকক্ষণ দিদির সঙ্গে কথা বলেছি। আমার বাবার জন্য উনি একটা বই উপহার দিয়েছেন। আমি খুব খুশি। অন্য এক জায়গা থেকে এসেছি। তারপরও আমার উপর এত ভালোবাসা পেয়েছি। এতে আমি খুশি। '

আরও পড়ুন : রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হানায় মৃত ৮

রবিবাবর বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দেওয়ার পরই জানিয়েছিলেন, তাঁকে যে দায়িত্ব দেওয়া হবে তিনি সেটাই পালন করবেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কি বাবুলকে নির্দিষ্ট কোনও দায়িত্ব দিয়েছেন? উত্তরে আসানসোলের সাংসদ বলেন, 'আমি পরিষ্কার করে দিতে চাই, আমার কী ভূমিকা হবে সেটা দিদি ঠিক করে দেবেন। সেই বিষয়ে কথা বলার এক্তিয়ার আমার নেই। আমাকে প্লিজ প্রশ্নটা করবেন না।'

ভবিষ্যৎ পরিকল্পনা

তাঁকে কী দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা পরিষ্কার না করলেও বাবুল জানান, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। কীভাবে কাজ করা যেতে পারে, কী কী পরিকল্পনা নেওয়া যেতে পারে ইত্যাদি। 

মমতার প্রশংসায় পঞ্চমুখ 

বাবুল বলেন, 'আমি মন থেকে বলছি, যে কাজ করেছি তা মন দিয়েই করেছি। আর দিদি ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় আমাকে যেভাবে গ্রহণ করেছেন, দলে জায়গা দিয়েছেন তাতে আমি আপ্লুত। তাঁদের বিশ্বাস রাখার চেষ্টা করব। আমাদের বৈঠক ভালো হয়েছে। আমাকে দলের তরফে যে দায়িত্ব দেওয়া হবে, তা পালন করব।'

আরও পড়ুন : পাটনায় কলকাতার সঞ্চালিকাকে গণধর্ষণের অভিযোগ, অধরা অভিযুক্তরা

Advertisement

বাবুলের 'সুর' বেঁধে দিলেন মমতা!

বাবুল সুপ্রিয় জানান, তাঁর সঙ্গে গান নিয়েও কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, 'দিদি আমাকে পুজোর সময় গান করতে বলেছেন। গান নিয়ে একটা রিটায়ার্ড হার্টের ব্যাপার ছিল। সেই দীগন্তটা খুলে দিলেন দিদি। ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে বিভিন্ন সময় বা নেতাজির জন্মদিনের অনুষ্ঠানেও উনি আমার পাশেই বসেছিলাম। তখনও উনি আমাকে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। আজ আমার এই কারণে বেশি ভালো লাগছে, এবার থেকে আমি রাজনৈতিক কাজের পাশাপাশি খোলা মনে গানও করতে পারব। আমাকে যে গান গাইতে বলা হবে, সেই গান করব। দিদি যদি আমাকে কোনও গান করতে বলেন, তাহলে অবশ্যই গাইব।' 

Advertisement