বাংলায় ক্রমশ কমছে করোনা আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় বাংলায় কোভিড আক্রান্ত হয়েছেন ৩,০১৮ জন। বাংলায় এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৪,৭৪,২৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ২,০৩৩ জন। বাংলায় এখনও পর্যন্ত মোট করোনা মুক্ত হয়েছেন ১৪,৩৪,৯৯৪ জন। শেষ ২৪ ঘণ্টা রাজ্যের করোনায় মৃত্যু হয়েছে ৬৪ জনের। এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৭,১৮২ জনের। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৯৭.৩৪ শতাংশ।
জেলাভিত্তিক দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। শেষ ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্ত হয়েছেন ৪৩১ জন। মৃ্ত্যু হয়েছে ১৭ জনের। তারপরেই রয়েছে কলকাতা। শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩৬৬ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। রাজ্যে সবথেকে কম সংক্রমণ হয়েছে পুরুলিয়ায়। শেষ ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্ত হয়েছেন মাত্র ৮ জন। শেষ ২ সপ্তাহ ধরে ক্রমশ উন্নত হচ্ছে বাংলার করোনার চিত্র।
অন্যদিকে, দেশে দৈনিক করোনা সংক্রমণ সংখ্যা এখন ১ লাখের নিচে অনেকদিন আগেই নেমে গিয়েছে। শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৭,২০৮ জন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,৯৭,০০,৩১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২,৩৩০ জনের। দেশে মোট করোনা মুক্ত হয়েছেন ২,৮৪,৯১,৬৭০ জন। করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৩,৮১,৯০৩ জনের। দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮,২৬,৭৪০। প্রায় ৭১ দিন পরে কমল দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যা। রাজ্যভিত্তিক আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে কেরালা। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৩,২৭০ জন। তারপরেই রয়েছে তামিলনাড়ু। এই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১০,৪৪৮ জন। এরপরেই রয়েছে মহারাষ্ট্র। শেষ ২৪ ঘণ্টায় এই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১০,১০৭ জন। তারপরেই রয়েছেন কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ। শেষ ২৪ ঘণ্টায় এই দুটি রাজ্যে আক্রান্ত হয়েছে যথাক্রমে ৭,৩৪৫ এবং ৬,৬১৭ জন।