ফের ফেসবুকে বিতর্কিত পোস্ট করার অভিযোগ বিজেপি (BJP) নেতা অনুপম হাজরার (Anupam Hazra) বিরুদ্ধে। এবার জোড়াবাগান কান্ডে নির্যাতিতার নাম সহ ফেসবুক পোস্ট করার অভিযোগে অনুপম হাজরাকে কারণ দর্শানোর নোটিশ দিল রাজ্য শিশু সুরক্ষা কমিশন। কমিশনের তরফে কড়া নিন্দা করা হয়েছে বোলপুরের প্রাক্তন সাংসদ তথা বর্তমান বিজেপি নেতার এই কাজের। এবিষয়ে রাজ্য শিশু সুরক্ষা কমিশনকে সঠিক সময়ে জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন অনুপম হাজরা।
বুধবার ফেসবুকে নিজের প্রোফাইলে একটি পোস্ট করে বিজেপি নেতা অনুপম হাজরা জানান, জোড়াবাগানে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় নির্যাতিতার পরিবারকে যথাসময়ে তথ্য সরবরাহ করা হচ্ছে না। এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলে অনুপম হাজরা লেখেন, নির্যাতিতার বাবা এবং কাকাকে সঙ্গে নিয়ে রাজ্যপালের কাছে যাবেন তিনি। এই পোস্টেই বিতর্কে সূত্রপাত। কারণ এই পোস্টের একদম শুরুতেই নয় বছরের শিশু কন্যার নির্যাতিতার নাম লিখে দেন অনুপম হাজরা। সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ভাইরাল হতেই শুরু হয়ে যায় জোর বিতর্ক। বিষয়টি চোখে পড়ে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের। এরপরেই অনুপম হাজরার ওই ফেসবুক পোস্টের কড়া নিন্দা করে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী।
এই বিষয়ে বিজেপি নেতা অনুপম হাজরার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এখনও শোকজ অর্ডার হাতে পাইনি, চিঠি হাতে এলে আইন মেনে যথা সময়ে সঠিক জবাব দেব।" একইসঙ্গে বিতর্কিত পোস্টের নেপথ্যে তাঁর ব্যাখ্যা, "সব সময় আমরা নিজেদের ফেসবুক নিজেরা হ্যান্ডেল করি না। আমাদের ফেসবুক পেজ হ্যান্ডেল করার জন্য অন্য ম্যানেজার থাকেন।" যদিও এখানেই থামেননি বিজেপি নেতা। রাজ্য শিশু সুরক্ষা কমিশনকে পালটা আক্রমণ করেন তিনি। অনুপম হাজরা বলেন, "শিশু সুরক্ষা কমিশনের প্রধান কাজ শিশুদের নিরাপত্তা দেওয়া, সেখানেই তারা ব্যর্থ। যেহেতু এই কমিশন রাজ্য সরকার দ্বারা পরিচালিত তাই তারা সবকিছুই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ভাবে। আজ আমরা যখন ওই শিশুর সুরক্ষা দাবিতে আন্দোলনে নেমেছি তখন তারা পান থেকে চুন খসলেই অর্ডার পাঠাচ্ছে"। যদিও তাঁর ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক শুরু হতেই নির্যাতিতার নামটি এডিট করেন দেন তিন।