scorecardresearch
 

লাগাতার প্রশ্নের মুখে পড়েই কি শেষ পর্যন্ত দুর্গাপুজো বিজেপির?

শেষ পর্যন্ত দেখা যায় দুর্গাপুজোর আয়োজন বিজেপির (BJP)। সেখান থেকেই প্রশ্ন উঠতে থাকে তবে কি বিভিন্নমহলের প্রশ্নের মুখে পড়েই শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে মায়ের পুজোর আয়োজন করল গেরুয়া শিবির? এই প্রশ্নের উত্তরে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানান, 'প্রশ্নের মুখে পড়ার কোনও বিষয় নেই। রাজনৈতিক দল পুজো করে না। সব জায়গায় যেভাবে পুজোর আয়োজন করা হচ্ছে, সেভাবেই হয়েছে। দলের কয়েকজন মিলে করছে।'

Advertisement
দুর্গাপুজোর আয়োজন বিজেপির দুর্গাপুজোর আয়োজন বিজেপির
হাইলাইটস
  • বিভিন্নমহলের লাগাতার সমালোচনা
  • শেষ পর্যন্ত দুর্গাপুজোর আয়োজন বিজেপির
  • সাফাই দিলেন শমীক ভট্টাচার্য

অবশেষে দুর্গাপুজোর (Durga Puja 2021) আয়োজন করল বিজেপি। ষষ্ঠীতেই পুজোর উদ্বোধন। কিন্তু তারপরেও প্রশ্ন উঠেছে গতবারে যেখানে দুর্গাপুজোর আগাম প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেখানে এবার এত দেরি করে কেন? আর আয়োজনই বা এত নম নম করে কেন? তাহলে কি তৃণমূলসহ বিভিন্নমহল থেকে প্রশ্নের মুখে পড়েই শেষ পর্যন্ত এই দুর্গাপুজোর আয়োজন? 

প্রসঙ্গত গতবছর মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন করে বিজেপি। উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কিন্তু এই বছর কিছুদিন আগে পর্যন্তও তেমন কোনও প্রস্তুতি দেখা যায়নি গেরুয়া শিবিরের। এই প্রসঙ্গে তৃণমূলে 'ঘর ওয়াপসি'র আগে সব্যসাচি দত্ত জানিয়েছিলেন, 'গতবছর ছিল প্রি ইলেকশান ম্যানিফেস্টো, এবার পোস্ট ইলেকশান ম্যানিফেস্টো।' তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে পালটা প্রশ্ন ওঠে, তবে কি গতবারে ভোটের কারণেই জাঁকজমক করে পুজো করেছিল বিজেপি? সব্যসাচীর জবাব, 'মানে তো তাই দাঁড়ায়।' যদিও বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি তথা বর্তমান সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, 'রাজনৈতিক দলের কাজ রাজনীতি করা, দুর্গাপুজো করা নয়। গতবছরও বিজেপি দুর্গাপুজো করেনি। কিছু সদস্য এটি আয়োজন করেছিলেন। এই বছরও সাংস্কৃতিক সেল কিছু করতে পারে।' 

শেষ পর্যন্ত দেখা যায় দুর্গাপুজোর আয়োজন করেছে বিজেপি (BJP)। সেখান থেকেই প্রশ্ন উঠতে থাকে তবে কি বিভিন্নমহলের প্রশ্নের মুখে পড়েই শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে মায়ের পুজোর আয়োজন করল গেরুয়া শিবির? এই প্রশ্নের উত্তরে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানান, 'প্রশ্নের মুখে পড়ার কোনও বিষয় নেই। রাজনৈতিক দল পুজো করে না। সব জায়গায় যেভাবে পুজোর আয়োজন করা হচ্ছে, সেভাবেই হয়েছে। দলের কয়েকজন মিলে করছেন।' একইসঙ্গে শমীকবাবু আরও বলেন, 'বিজেপির সঙ্গে তৃণমূলের কোনও তুলনা নেই। তৃণমূল শূয়োরও খায়, গরুও খায়ও। একবার পুজো শুরু হলে ৩ বছর করতে হয়। তাই নিয়ম মেনেই করা হচ্ছে।' 

Advertisement


 

Advertisement