পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে BJP-র রাজ্য দফতর থেকে রানি রাসমণি পর্যন্ত হবে মিছিলের কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীদের। তবে BJP-র রাজ্য দফতরের কাছেই মিছিল আটকে দিল পুলিশ। তাদের তরফে জানানো হল, এই মিছিলের কোনও অনুমতি দেয়নি। তাই তা যাওয়ার অনুমতি দেওয়া হবে না।
এই নিয়ে সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। সাময়িক উত্তেজনা ছড়াও। এই মিছিলে উপস্থিত রয়েছেন শুভেন্দু, সুকান্ত, দিলীপ ঘোষেরা। রাজ্য বিজেপির তরফে জানানো হয়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের বক্তব্য রাখার পরই পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনো হবে।
আরও পড়ুন : 'পুলিশ অনুমতি দেয়নি, মিছিল হবেই', হুঙ্কার দিলীপের
শুভেন্দু অধিকারী বলেন, 'মিছিল হবেই। আগে থেকেই কর্মসূচি ঠিক ছিল। তবে গোটা কলকাতার পুলিশ এখানে নামিয়ে আনা হয়েছে। এভাবে গেরুয়া শিবিরকে আটকানো যায়নি। আর আমরা কংগ্রেস বা বাম নই। আমরা বিজেপি। অন্যায়ের সঙ্গে আপোষ করব না। করার প্রশ্নই উঠছে না। আমি রাজ্য সভাপতিকে অনুরোধ করব তিনি যেন রাজ্যজুড়ে এই আন্দোলনের ডাক দেন।'
আরও পড়ুন : বাংলাদেশে পুজোয় হামলা : তথ্যপ্রযুক্তির যুগেও একটা অংশ এখনও পশ্চাৎমুখী
দিলীপ ঘোষ বলেন, 'এতদিন দিদি নাটক করে দেখাচ্ছিলেন যে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে খুব চিন্তিত। কিন্তু, এখন তাদের দেখা নেই। দিদির ভাইরাও কত আন্দোলন করছিল। এখন তারাও উধাও হয়ে গেছে। আমাদের সরকার তো ১৫ টাকা কমিয়ে দিয়েছে। মানুষ কষ্ট করেছে এতদিন। সেটা দেশের জন্য করেছেন। মোদিজি দেশের অর্থনীতির জন্য এতদিন পেট্রোল ডিজেলের দাম কমাননি। এবার কমিয়েছেন। আমাদের দেশের ব্যবসায়ীদের হাতে এখন টাকা আছে। তাই সবাই কেনাকাটা করেছে। আগে চাইনিজ গুডস এনে দীপাবলি হত। মোদিজি তা বন্ধ করে দিয়েছেন। এটা প্রধানমন্ত্রী মোদী বলেই সম্ভব। রিগিং করে কয়েকটা উপনির্বাচন জেতা যায়। কিন্তু, দেশের মানুষের মন জেতা যায় না। দিদির এক ভাই তো মোদিজিকে আবেদন করেছেন, যেন রেশন বিনামূল্যে দেওয়া হয়। কেন এখন কেন হাচ পাতছেন। আসলে এতদিন মোদীর টাকায় দিদি ফুটানি করছিলেন। তাই দিদিমণিকে বলব সারা দেশের দিকে তাকিয়ে দেখুন। বহু রাজ্যে VAT কমিয়েছে। আপনি কেন দাম কমাবেন না? তাই দিদির কাছে আবেদন আপনি VAT কমান। না হলে সাধারণ মানুষ না হলে এবার আন্দোলনে নামবে।'
দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'দিদি আপনি যে কথায় কথায় বলেন এগিয়ে বাংলা। পেট্রোল ডিজেলের ক্ষেত্রে আপনার স্লোগানের কী হল? আজ আমাদের অনুমতি দেওয়া হয়নি। তাহলে গতকাল যে একজন তৃণমূল নিজের জন্মদিন পালন করল মানুষের মধ্যে তখন তো করোনা ছড়াল না। আমার তো মনে হয় কালীঘাটে করোনা প্যাক করে রাখা আছে। যেদিনই বিজেপি আন্দোলন করেন, সেদিন কালীঘাট থেকে করোনা ছেড়ে দেওয়া হয়। এখন তো বুদ্ধিজীবীরা কথা বলছেন না। তাঁদের দেখা নেই। কয়েকদিন আগে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়। কয়েকজন মাত্র মুখ খুলেছিলেন। তাঁদের স্বাগত। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, আপনি আমাদের চাপে পেট্রোল ডিজেলের দাম কমাতে বাধ্য হবেন। আগামী কাল থেকে জেলায় জেলায় প্রতিটি ব্লকে ব্লকে পেট্রোল পাম্পে আমরা প্রচার চালাব।'