scorecardresearch
 

বাংলার অবস্থা কি বাথরুম দেখে যাচাই হবে,দিদিকে পাল্টা বিজেপির

দুপুরে স্কুলের শৌচাগারের পরিস্থিতি দেখতে অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। বিকেল হতেই মমতাকে যার জবাব দিল বিজেপি। একেবারে সাংবাদিক বৈঠক করে বিজেপির প্রশ্ন,বাংলার উন্নয়ন দেখতে তাহলে শৌচাগারের পরিস্থিতি দেখতে হবে।

Advertisement
স্বপন দাশগুপ্ত স্বপন দাশগুপ্ত
হাইলাইটস
  • দুপুরে স্কুলের শৌচাগারের পরিস্থিতি দেখতে অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্য়মন্ত্রী
  • বিকেল হতেই মমতাকে যার জবাব দিল বিজেপি
  • একেবারে সাংবাদিক বৈঠক করে বিজেপির প্রশ্ন,বাংলার উন্নয়ন দেখতে তাহলে শৌচাগারের পরিস্থিতি দেখতে হবে।

দুপুরে স্কুলের শৌচাগারের পরিস্থিতি দেখতে অমিত শাহকে (Amit Shah) আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। বিকেল হতেই মমতাকে (Mamata Banerjee) যার জবাব দিল বিজেপি। একেবারে সাংবাদিক বৈঠক করে বিজেপির প্রশ্ন,বাংলার উন্নয়ন দেখতে তাহলে শৌচাগারের পরিস্থিতি দেখতে হবে।

কদিন আগেই রাজ্য়ের বেহাল দশার অভিযোগ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিসংখ্যান দিয়ে এদিন অমিত শাহের(Amit Shah) সেই  বক্তব্য়কে মিথ্য়ে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। বাংলার স্কুলের হালহকিকত খতিয়ে দেখতে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীকে শৌচাগার দর্শনের আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, ''রাজ্য়ে ১০০ শতাংশ স্কুলে টয়লেট রয়েছে। যাবেন নাকি কোনও টয়লেট ইউজ করে দেখবেন। স্যানিটাইজ করে দেব, চিন্তা নেই।''

মমতার এই বিদ্রূপের পাল্টা দিতে ছাড়েনি বিজেপিও। সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য়সভার সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন, ''মুখ্যমন্ত্রী খালি বলে গেলেন, আসুন আমাদের বাথরুমে আসুন। আমাদের বাথরুম পরিদর্শন করে যান। আজ পশ্চিমবঙ্গের কী অবস্থা সেটা কি আমরা বাথরুম দেখে যাচাই করব ?''

তবে এখানেই দাঁড়ি টানেননি বিজেপির সাংসদ। রাজ্য়ের শিল্পের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান তিনি। স্বপনবাবু বলেন, অতীতের বাংলা সফরে রাজ্য়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চান অমিত শাহ। কেন ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্টের পরিসংখ্যান পশ্চিমবঙ্গ জমা করছে না তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ। তিনি প্রশ্ন তোলেন মহিলাদের বিরুদ্ধে অ্যাসিড হামলায় বাংলার স্থান কেন প্রথম ? মহিলা নিরুদ্দেশের সংখ্যায় পশ্চিমবঙ্গ কেন দ্বিতীয় তারও জবাব চান স্বপনবাবু। তিনি বলেন, এসব কোনও প্রশ্নের উত্তর নেই মুখ্যমন্ত্রীর কাছে। তাই শৌচাগার পরিদর্শনের কথা বলছেন তিনি। 

এদিন নবান্নে অমিত শাহ প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী বলেন, ''উনি স্কুলের বিষয়ে অনেক কিছু বলেছেন। দাবি করেছেন, বাংলার স্কুলে ফার্নিচার নেই, টয়লেট নেই। রাজ্যের ৯৩.১৩ শতাংশ স্কুলে আসবাবপত্র রয়েছে। কেন্দ্র শাসিত অঞ্চল দিল্লি বাদে ভারতের কোথায় এরকম ব্যবস্থা আছে,উনি দেখান। বাংলার ৯৯.৩৬ শতাংশ স্কুলে বিদ্যুৎ রয়েছে।"

Advertisement

তবে এরমধ্য়েও রাজ্য়ের স্কুল নিয়ে কিছু খামতির কথা নিজেই স্বীকার করে নেন মমতা। পশ্চিমবঙ্গের মাত্র ৫ শতাংশ স্কুলে পর্যাপ্ত ক্লাসরুম না থাকার বিষয়টি মেনে নেন তিনি। মুখ্য়মন্ত্রী জানান, ওই বিষয়টাতেও রাজ্য় সরকার কাজ করছে।

রাজ্য় রাজনীতির সাম্প্রতিক অতীত বলছে, কদিন আগেই বঙ্গ সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে মমতার সরকারকে একাধিক বাণে বিদ্ধ করেছেন তিনি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে যার পাল্টা দেন মুখ্য়মন্ত্রী। তথ্য় পরিসংখ্যান দিয়ে দাবি করেন, দেশের অন্য় রাজ্য়ের থেকে উন্নয়নে অনেক ভালো জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গ। নিজের দাবি প্রমাণ করতে খোদ কেন্দ্রীয় সরকারের সিলমোহর দেওয়া দস্তাবেজই তুলে ধরেন মমতা।

 

Advertisement