scorecardresearch
 

চাই ইনসেনটিভ, খুলতে হবে ব্লক হওয়া আইডি, রাজপথে অ্যাপ-ক্য়াব চালকেরা

নিয়ম মেনে উৎসাহ ভাতা, ব্লক হওয়া আইডি দ্রুত খোলা-সহ একগুচ্ছ দাবিতে পথে নামল অ্যাপ-ক্যাব চালকদের বামপন্থী সংগঠন। শনিবার কলকাতায় তাঁরা মিছিল করেন। দাবি মানা না-হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। সংগঠনের দাবি, কর্তৃপক্ষ তাঁদের দাবির ব্য়াপারে সহমত পোষণ করেছেন।

Advertisement
বিভিন্ন দাবিদাওয়া নিয়ে অ্য়াপ-ক্য়াব চালকদের মিছিল। শনিবার কলকাতায় বিভিন্ন দাবিদাওয়া নিয়ে অ্য়াপ-ক্য়াব চালকদের মিছিল। শনিবার কলকাতায়
হাইলাইটস
  • নিয়ম মেনে উৎসাহ ভাতা দিতে হবে
  • ব্লক হওয়া আইডি দ্রুত খুলতে হবে
  • দাবি কলকাতা ওলা-উবর অ্যাপ-ক্যাব অপারেটর এন্ড ড্রাইভার্স ইউনিয়নের

নিয়ম মেনে উৎসাহ ভাতা, ব্লক হওয়া আইডি দ্রুত খোলা-সহ একগুচ্ছ দাবিতে পথে নামল অ্যাপ-ক্যাব চালকদের বামপন্থী সংগঠন। শনিবার কলকাতায় তাঁরা মিছিল করেন। দাবি মানা না-হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। সংগঠনের দাবি, কর্তৃপক্ষ তাঁদের দাবির ব্য়াপারে সহমত পোষণ করেছেন।

এদিন সিটু অনুমোদিত কলকাতা ওলা-উবর অ্যাপ-ক্যাব অপারেটর এন্ড ড্রাইভার্স ইউনিয়নের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়। অ্যাপ-ক্য়াব সংস্থার বিরুদ্ধে বেশ কয়কেটি অভিযোগ তোলা হয়েছে। রাসবিহারী অ্যভিনিউয়ে ধর্মঘটের নোটিশও দেওয়া হয়। পরে ২৬ নভেম্বর ধর্মঘটের সমর্থনে কালীঘাট মেট্রো স্টেশন পর্যন্ত মিছিল ও সভা করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের ইন্দ্রজিৎ ঘোষ, মহম্মদ মনু, জয় বসু, নিখিল মাইতি, মানস চৌধুরি, মহম্মদ আজম প্রমুখ। 

ওই সংগঠনের দাবি, কেন্দ্রীয় সরকার যে নতুন পরিবহণ আইন করেছে, তাতে মাধ্যমিক পাশ না করলে গাড়িচালকদের লাইসেন্স রিনিউ করা যাবে না। অযথা জরিমানা নেওয়া, দুর্ঘটনা হলে ড্রাইভারদের জেল জরিমানা, এই অত্যাচার শুরু হয়েছে। এই অনিয়ম তুলে নিতে হবে। অবিলম্বে তা বন্ধ করতে হবে।

তারা জানিয়েছে, কোম্পানির সঙ্গে ড্রাইভারদের দাবি নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে, উবর কোম্পানি যাত্রীদের কাছ প্রতি যাত্রায় ৬ টাকা করে বুকিং চার্জ নিচ্ছে। আগে নিত না। হয় যাত্রীদের বুকিং চার্জ  ছাড় দিতে হবে। না হলে বুকিং চার্জের থেকে ৩ টাকা ড্রাইভারদের দিতে হবে। আগে উবর গাড়ি চালাতে গেলে জমা রাখতে হত ২৯৫ টাকা। এখন তা বাড়িয়ে ১,৪৪০ টাকা করেছে। এই বাড়তি টাকা মকুব করতে হবে। উবর কোম্পানি ড্রাইভারদের ইনসেন্টিভ দেওয়া অনিয়মিত করেছে। কাউকে দিচ্ছে, আবার কাউকে দিচ্ছে না। আমাদের দাবি সবাইকে ইনসেন্টিভ দিতে হবে। বিভিন্ন কারণে অসংখ্য চালকের আইডি ব্লক করা হয়েছে তা খুলতে হবে। চালকদের কোভিড বিমা চালু করতে হবে। 

Advertisement

তাঁদের দাবি, এ ব্য়াপারে স্থানীয় ম্যানেজমেন্ট একমত হয়েছেন। বিশেষত ইনসেন্টিভ ও এন্ট্রি ফি নিয়ে। ম্য়ানেজমেন্ট ইতিমধ্যে ২২ জনের আইডি খুলেছে। মঙ্গলবারের মধ্যে বাকিদের খুলে দেবে বলে জানিয়েছে। আমাদের লড়াই চলবে। ২৬ নভেম্বর সব ওলা, উবর ড্রাইভার ধর্মঘটে অংশগ্রহণ করবেন।

Advertisement