scorecardresearch
 

'CBI-র চা খেয়ে দেখুন, কেমন গরম', পার্থকে কটাক্ষ দিলীপের

দিলীপ ঘোষ বলেন, বলেন, 'শুধু কলকাতা নয়, সারা পশ্চিমঙ্গেই এক ঘটনা। যত সমাজবিরোধী, তারা এখন তৃণমূল ছত্রছায়ায়। কাউকে গ্রেফতার করা হয় না। এমনকী তারা দলে পদও পাচ্ছে। তারাই গোটা সমাজকে ব্যস্ত করে রেখেছে।'

Advertisement
দিলীপ ঘোষ ও পার্থ চট্টোপাধ্যায় (বামদিক থেকে) দিলীপ ঘোষ ও পার্থ চট্টোপাধ্যায় (বামদিক থেকে)
হাইলাইটস
  • পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআই-এর
  • আজ হাজিরার কথা তৃণমূল মহাসচিবের
  • তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

রাতের কলকাতায় আবারও চলল গুলি (Firing At Kolkata)। তাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি ১। আর সেই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার তিনি বলেন, 'শুধু কলকাতা নয়, সারা পশ্চিমঙ্গেই এক ঘটনা। যত সমাজবিরোধী, তারা এখন তৃণমূল ছত্রছায়ায়। কাউকে গ্রেফতার করা হয় না। এমনকী তারা দলে পদও পাচ্ছে। তারাই গোটা সমাজকে ব্যস্ত করে রেখেছে।' গতকালই গুলি চলে শেকসপিয়র সরণিতে। তাতে আহত হন পঙ্কজ সিং নামে এক ব্যক্তি। আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। 

আইকোর চাটফান্ড মামলায় তৃণমূলর মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সিবিআই-এর তলব করা নিয়েও এদিন প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। বিজেপির (BJP) রাজ্য সভাপতি বলেন, 'যান গিয়ে সিবিআই-এর চা খেয়ে আসুন। সিবিআই-এর চা কেমন গরম দেখুন।' প্রসঙ্গত দিনকয়েক আগেই পার্থ চট্টোপাধ্যায়কে তলব করে নোটিশ পাঠায় সিবিআই। আজ হাজিরার কথা রয়েছে তাঁর। 

অন্যদিকে আগামী ৩০ তারিখ উপনির্বাচন রয়েছে ভবানীপুরে। সেখানেও নন্দীগ্রামের মতো পরিণতি হতে পারে বলে আগেই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন তাঁকে এই বিষয় প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন (Dilip Ghosh), 'ইতিহাস ঘুরেফিরে আসে। একসময় বলা হত দিলীপ ঘোষ কে, এখন বলা হয় দিলীপ ঘোষ আমার বন্ধু। সবাই আমার বন্ধু, তাতে আপত্তি নেই, কিন্তু ক্ষমতায় থাকলে সবাইকে উপেক্ষা করার অধিকার কে দিয়েছে?' 


 

Advertisement