scorecardresearch
 

Primary Teachers Recruitment Scam: চাকরির নামে সাড়ে ১৯ কোটি টাকা ঘুষ? TMC-র কুন্তলের বাড়িতে তল্লাশি ED-র

৩২৫ জন চাকরিপ্রার্থীর কাছে কুন্তল ১৯ কোটি টাকার বেশি নিয়েছিলেন বলে অভিযোগ। মূলত এই টাকার উৎস কীভাবে হয়েছিল, এক একজনের থেকে কীভাবে টাকা নেওয়া হয়েছিল, একাধিক বিষয়ে নথি সন্ধানে কুন্তল ঘোষের নিউটাউনের বাড়িতে তল্লাশি করছে ইডি। 

Advertisement
কুন্তল ঘোষ কুন্তল ঘোষ

পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির (Teachers Recruitment Scam) তদন্তে এবার যুব তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বাড়িতে তল্লাশি ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। আজ অর্থাত্‍ শুক্রবার সকালে কুন্তলের নিউটাউনের বাড়িতে তল্লাশি শুরু করে ইডি।

৩২৫ জন চাকরিপ্রার্থীর কাছে কুন্তল ১৯ কোটি টাকার বেশি নিয়েছিলেন বলে অভিযোগ। মূলত এই টাকার উৎস কীভাবে হয়েছিল, এক একজনের থেকে কীভাবে টাকা নেওয়া হয়েছিল, একাধিক বিষয়ে নথি সন্ধানে কুন্তল ঘোষের নিউটাউনের বাড়িতে তল্লাশি করছে ইডি। 

আরও পড়ুন: TET নিয়োগ দুর্নীতি: বয়ানে অসঙ্গতি, এবার মানিককে গ্রেফতার করল ED

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই কুন্তলকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কারা আসতেন কুন্তলের কাছে? কতগুলি কলেজের সঙ্গে যোগাযোগ ছিল কুন্তলের? অফলাইন রেজিস্ট্রেশন, টাকা নেওয়ার রসিদ সহ একাধিক তথ্য তলব করেছে সিবিআই। কুন্তলের বিরুদ্ধে অভিযোগ, টেট পাস করিয়ে দেওয়া থেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ। 

আরও পড়ুন: Year Ender 2022 : নড়িয়ে দিয়েছেন নিয়োগ দুর্নীতির ভিত, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের তাৎপর্যপূর্ণ মন্তব্যগুলি...

মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল সিবিআই-এর কাছে অভিযোগ করেন, 'সিবিআইয়ের কাছে শুধু ১৯ কোটি টাকার হিসেব দিয়েছি। এছাড়াও অনেক ছাত্র-ছাত্রীর কাছে টাকা তুলেছেন কুন্তল।' চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার পরিমাণ ১০০ কোটি ছাড়াতে পারে, দাবি তাপস মণ্ডলের। কুন্তল টাকা নিলেও, কেউ চাকরি পায়নি বলে দাবি তাঁর। তিনি বলেন,'কুন্তলকে আমি বলেছিলাম, ওদের টাকাগুলো ফেরত দিয়ে দাও। আজ দেব, কাল দেব করছিল। পরে আর ফেরত দেয়নি। কুন্তল আমাকে মানহানির নোটিস পাঠিয়েছে, কিন্তু আমার কাছে সব তথ্যপ্রমাণ আছে।'

Advertisement
Advertisement