গত মঙ্গলবার কালীঘাটে মাথা ন্যাড়া করে বিজেপিতে (BJP) যোগদানের প্রায়শ্চিত্ত করেন ত্রিপুরার বিধায়ক আশিস দাস। বৃহস্পতিবার সেই সংক্রান্ত এক প্রশ্নের প্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম বলেন, 'সবাই করবে, শুভেন্দুকেও এখানে এসে মাথা নোয়াতে দেখলে আশ্চর্য হব না।'
শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ
এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) একহাত নেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, 'বিরোধী দলনেতা এমন একজন, যাঁর কোনও ভদ্রতা নেই, যাঁর কোনও রাজনৈতিক জ্ঞান নেই। এমন একজন নেতার হাতে বিরোধী দল গেছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বারেবারে দেখিয়ে দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাস্তাতেই তাঁরা ভাল আছেন।'
বিজেপির সমালোচনা
একইসঙ্গে পদ্মশিবিরকে বিঁধে তিনি বলেন, 'বিজেপির নৌকা ডুবতে চলেছে। সব নির্বাচনেই দেখবেন আস্তে আস্তে বিজেপি ভারতবর্ষ থেকে অবলুপ্ত হয়ে যাবে। সাম্প্রদায়িকতার উস্কানিতে মানুষ কিছুদিন ভুলে থাকেন, সারাজীবন থাকেন না।' এক্ষেত্রে আসন্ন ৪টি উপনির্বাচনেও তৃণমলই (TMC) জিতবে বলেও দবি করেন ফিরহাদ। একইসঙ্গে পুজোর পর থেকে প্রচারে নামবেন বলেও জানিয়ে দেন তিনি।
প্রসঙ্গত আগামী ৩০ তারিখ খড়দহ, গোসাবা, শান্তিপুর ও দিনহাটা কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন। ইতিমধ্যেই ৪ কেন্দ্রের জন্য প্রার্থীও ঘোষণা করে দিয়েছে তৃণমূল। আজ বিজেপির তরফেও প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে। আগামী ২ নভেম্বর হবে ভোটের গণনা।