scorecardresearch
 

জেরুজালেমে মিলল ২,৭০০ বছরের পুরনো টয়লেট, লাক্সারি দেখে অবাক প্রত্নতত্ত্ববিদরা

খননকার্যের পরিচালক ইয়াকুব বিলিগ বলেন, 'প্রাচীনকালে নিজস্ব এইরকম একটি শৌচাগার থাকা ছিল রীতিমতো দুর্লভ ঘটনা। শুধুমাত্র ধনীরাই শৌচাগারের খরচ সামাল দিতে পারতেন।' 

Advertisement
প্রাচীন শৌচাগারের হদিশ প্রাচীন শৌচাগারের হদিশ
হাইলাইটস
  • প্রাচীন শৌচাগার উদ্ধার জেরুজালেমে
  • শৌচাগারের নকশা দেখে হতবাক প্রত্নতত্ত্ববিদরা
  • মিলল বিশাল সেপটিক ট্য়াঙ্ক

২,৭০০ বছরের পুরনো শৌচাগার হদিশ পেলেন ইজরায়েলের প্রত্নতাত্ত্বিকেরা। জেরুজালেমে প্রাচীন এই শৌচাগারের হদিশ পাওয়া গিয়েছে। ইজরায়েলের পুরাকীর্তি কর্তৃপক্ষ জানাচ্ছে, চুনাপাথরের তৈরি ওই শৌচাগারটি আয়তক্ষেত্রকার কেবিনের মতো। সেটি একটি বিরাট বাড়িতে ছিল। আরাম করে বসার জন্য সেখানে নকশা তৈরি করা হয়, এবং সেটির নিচে একটি বিশাল সেপটিক ট্যাঙ্কও ছিল। 

খননকার্যের পরিচালক ইয়াকুব বিলিগ বলেন, 'প্রাচীনকালে নিজস্ব এইরকম একটি শৌচাগার থাকা ছিল রীতিমতো দুর্লভ ঘটনা। শুধুমাত্র ধনীরাই শৌচাগারের খরচ সামাল দিতে পারতেন।' 

আধিকারিকরা জানাচ্ছেন, 'সেপটিক ট্যাঙ্কে যে সমস্ত প্রাণীর অস্থি ও যে ধরণের মাটির বাসন পাওয়া গিয়েছে তা সেই সময়ের মানুষের জীবনশৈলী, খাদ্যাভ্যাস এবং রোগব্যধীর বিষয়টিকে তুলে ধরছে।'

এছাড়া বাগানের প্রমাণ হিসেবে বেশকিছু স্তম্ভও পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। এর থেকে প্রত্নতত্ত্ববিদেরা মনে করছেন যাঁরা সেই সময় সেখানে থাকতেন তাঁরা যথেষ্টই ধনী ছিলেন।


 

Advertisement