scorecardresearch
 

Heat Stroke: হিট স্ট্রোকে আক্রান্ত বাড়ছে, রাজ্যের সব হাসপাতালে বিশেষ ওয়ার্ড চালুর নির্দেশ

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। শুক্রবারই কলকাতার পারদ ৪০ ডিগ্রি অতিক্রম করছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি। সকাল ৯টাতেই মনে হচ্ছে বেলা ২টোর মতো দাবদাহ। বইছে লু। স্বাভাবিকভাবেই বাড়ছে হিট স্ট্রোকের সম্ভাবনা।

Advertisement
অসহনীয় গরম দক্ষিণবঙ্গে জুড়ে। ফাইল ছবি অসহনীয় গরম দক্ষিণবঙ্গে জুড়ে। ফাইল ছবি
হাইলাইটস
  • শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস।
  • যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি।

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। শুক্রবারই কলকাতার পারদ ৪০ ডিগ্রি অতিক্রম করছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি। সকাল ৯টাতেই মনে হচ্ছে বেলা ২টোর মতো দাবদাহ। বইছে লু। স্বাভাবিকভাবেই বাড়ছে হিট স্ট্রোকের সম্ভাবনা।

রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ইতিমধ্যে রাজ্যে বেশ কয়েকজন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। মৃত্যুর ঘটনাও ঘটেছে। সূত্রের খবর, অসহনীয় গরমের কথা কথা ভেবে এবার রাজ্যের প্রত্যেক হাসপাতালে হিট স্ট্রোকের জন্য বিশেষ ওয়ার্ড চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে দফতরের তরফে।

হিট স্ট্রোকের জন্য চালু করা বিশেষ এই ওয়ার্ডে কী কী ব্যবস্থা রাখতে হবে, সেজন্য একটি নির্দেশিকাও জারি করেছে স্বাস্থ্য ভবন। নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি হাসপাতালকে একটি বিশেষ ঘরে ন্যূনতম দু’টি বেড রাখতে হবে। সেই ঘরে থাকবে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা হাইস্পিড পাখা। এছাড়াও আপৎকালীন পরিস্থিতির বিভিন্ন ওষুধ, থার্মোমিটার, পোর্টেবল ইসিজি মেশিন প্রভৃতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভিজে তোয়ালে, পর্যাপ্ত ঠান্ডা জল, বরফ রাখতে হবে।

আরও পড়ুন

তীব্র দাবদাহের কারণে প্রতিদিন কতজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাঁদের কী ধরনের সমস্যা থাকছে- এই সংক্রান্ত রিপোর্টও জমা দিতে বলা হয়েছে। স্বাস্থ্য দফতরের এমন নির্দেশের পরই রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে হিট স্ট্রোকের জন্য বিশেষ এই ওয়ার্ড তৈরির তৎপরতা তৈরি হয়েছে। একই সঙ্গে দিনের বেলা ১১টা থেকে ৪টে পর্যন্ত একান্ত প্রয়োজন না থাকলে বাইরে না বেরানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বিশেষ প্রয়োজনে একান্তই বেরাতে হলেও ছাতা, পানীয় জল সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

 

Advertisement