scorecardresearch
 

ধেয়ে আসছে দুর্যোগ! সপ্তমীতে দক্ষিণবঙ্গ জুড়ে সতর্কতা জারি প্রশাসনের

ষষ্ঠীর পরে সপ্তমীতেও সকাল থেকে আকাশের মুখ ভার। সকাল থেকে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ রয়েছে। তার জেরে শহরে দিনভর বৃষ্টিপাত চলতে পারে। তা অষ্টমী পর্যন্ত হতে পারে। তবে পুরোটাই নির্ভর করছে নিম্নচাপের গতিপ্রকৃতির উপর।

Advertisement
বৃষ্টিতে ভুগতে পারে কলকাতা। ছবি- পিটিআই বৃষ্টিতে ভুগতে পারে কলকাতা। ছবি- পিটিআই
হাইলাইটস
  • সপ্তমীতে দিনভর ভোগাতে পারে বৃষ্টি
  • বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ
  • পূর্বাভাস হাওয়া অফিসের

ষষ্ঠীর পরে সপ্তমীতেও সকাল থেকে আকাশের মুখ ভার। সকাল থেকে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ রয়েছে। তার জেরে শহরে দিনভর বৃষ্টিপাত চলতে পারে। তা অষ্টমী পর্যন্ত হতে পারে। তবে পুরোটাই নির্ভর করছে নিম্নচাপের গতিপ্রকৃতির উপর।

তৈরি নিম্নচাপ

করোনা মহামারির জেরে এবছর দুর্গাপুজোর আনন্দ অনেকটা ফিকে। তার উপর এখন দোসর নিম্নচাপ। ষষ্ঠীর দিন সকালে খানিকটা বৃষ্টি হলেও, পড়ে বেলা গড়াতে সেই বৃষ্টি থেমে যায়। তবে সপ্তমী নিম্নচাপের জেরে দিনভর চলতে পারে বৃষ্টিপাত। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টর মধ্যে আরও শক্তিশালী হবে। পাথরপ্রতিমা থেকে স্থলভাগে ঢুকতে পারে। সেখান থেকে বসিরহাট দিয়ে বাংলাদেশে চলে যেতে পারে নিম্নচাপটি। কিন্তু তা হলে প্রবল সমস্যায় পড়বেন পুজো উদ্যোক্তারা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,হওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে। নিম্নচাপের জেরে সতর্কতা জারি করা হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। মৎস্যজীবীদের দুইদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদের উপকূলে যেতে বারণ করা হয়েছে। 

আবহাওয়ার চোখরাঙানি

করোনার আতঙ্কের মধ্যেও আবহাওয়ার এই চোখরাঙানিতে মন ভালো নেই বাঙালির। সপ্তমী ও অষ্টমী এই দুই দিন ধরেই নিম্নচাপটি ভোগাবে বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র বৃষ্টিপাত নয়, মারাত্মক বেগে ঝোড়ো হাওয়াও বইবে। হাওয়া অফিস জানিয়েছে, দুই ২৪ পরগনা  ও পূর্ব মেদিনীপুর ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা, হুগলি ও হাওড়াতে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শুধু বৃষ্টি কিংবা ঝোড়ো হাওয়া থেমে গেলেই রক্ষে নেই। কারণ, হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী যদি প্রবল বৃষ্টি হয়, তাহলে শহরের বিভিন্ন জায়াগায় জল জমতে পারে। ফলে প্রবল বিপাকে পড়তে পারেন সাধারণ মানুষ থেকে শুরু করে পুজো উদ্যোক্তারাও।

Advertisement

Advertisement