scorecardresearch
 

June Malia: সামনে হঠাত্‍ হনুমান, বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে জুন মালিয়ার গাড়ি

বুধবার দুপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। এদিন দুপুরে বিধানসভা থেকে বেরিয়ে নিজের বিধানসভা কেন্দ্রে যাচ্ছিলেন জুন। পথেই দুর্ঘটনার মুখে পড়ে তৃণমূল বিধায়ক জুন মালিয়ার (June Maliah) সাদা এসইউভি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে ডিভাইডারে। 

Advertisement
ছবি- ফেসবুক। ছবি- ফেসবুক।
হাইলাইটস
  • বুধবার দুপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া।
  • এদিন দুপুরে বিধানসভা থেকে বেরিয়ে নিজের বিধানসভা কেন্দ্রে যাচ্ছিলেন জুন।

বুধবার দুপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। এদিন দুপুরে বিধানসভা থেকে বেরিয়ে নিজের বিধানসভা কেন্দ্রে যাচ্ছিলেন জুন। পথেই দুর্ঘটনার মুখে পড়ে তৃণমূল বিধায়ক জুন মালিয়ার (June Maliah) সাদা এসইউভি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে ডিভাইডারে। 

জুন 'আজতক বাংলা'কে বলেন, 'গাড়ির অল্প ক্ষতি হয়েছে। আমরা নিরাপদে রয়েছি। চালকেরও কোনও ক্ষতি হয়নি। যে হনুমানটিকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, তারও কোনও ক্ষতি হয়নি।'  

এদিন তিনি কলকাতা থেকে মেদিনীপুর যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর আবার মেদিনীপুরের উদ্দেশে রওনা দেন জুন। তিনি জানান, ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার জোড়াকলতলায় একটি হনুমান আচমকা চলে আসে তাঁর গাড়ির সামনে। হনুমানকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডার টপকে জাতীয় সড়কের কলকাতামুখী লেনে চলে আসে। তবে দুর্ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। একটু পরে তিনি মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন। এবং তিনি সুরক্ষিতভাবেই সেখানে পৌঁছেছেন।

উল্লেখ্য, সোমবার পথদুর্ঘটনায় আহত হন জাকির হোসেন। সন্ধ্যায় সাগরদিঘী বিধানসভায় উপনির্বাচনের প্রচার সেরে অরঙ্গাবাদে বাড়ির দিকে ফিরছিলেন তৃণমূল বিধায়ক জাকির হোসেন। সেই সময় তাঁর গাড়িতে ধাক্কা মারে অপর একটি গাড়ি। তাঁর গাড়ির একাংশ ভেঙে যায়। কোনও রকমে প্রাণে বাঁচেন বিধায়ক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ৩৪ নম্বর জাতীয় সড়কের দাসপাড়া সংলগ্ন এলাকায়। বিধায়ক জানান, তাঁর মাথায় সামান্য আঘাত লেগেছে। 

আরও পড়ুন-এলাকা উন্নয়নে MLA-রা আরও ১০ লক্ষ টাকা পাবেন, ঘোষণা বাজেটে

 

Advertisement