scorecardresearch
 

Justice Abhijit Gangopadhyay : 'বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভগবান', তাঁর সমর্থনে স্ত্রী-সন্তানদের নিয়ে মিছিল শিক্ষক-আমজনতার

কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে এবার মিছিল কলকাতায়। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে কলকাতা হাইকোর্ট চত্বরে পোস্টার পড়েছে। আবার এজলাসে, মাঠে-ময়দানে ভগবান সম্বোধন শুনেছেন বিচারপতি তিনি।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে এবার মিছিল কলকাতায়
  • স্ত্রী-সন্তানদের নিয়ে মিছিল করবেন শিক্ষকরা

কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে এবার মিছিল কলকাতায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি, NSQF শিক্ষকদের চাকরির স্থায়ীকরণ, শিক্ষকদের ছাঁটাই ইত্যাদির অভিযোগে এই মিছিলের ডাক দিয়েছেন শিক্ষকরা। মিছিলে যোগ দেবেন সাধারণ মানুষও। 

আয়োজক সংগঠন NSQF শিক্ষক পরিবারের তরফে জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে এই মিছিল হচ্ছে। মিছিলে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে তাঁরা হাঁটবেন। শিক্ষকদর অভিযোগ, নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছে তার প্রতিবাদে কারিগরী ভবন অভিযান করবেন তাঁরা। সেই মিছিলে অংশ নেবেন শিক্ষক ও তাঁদের পরিবারের সদস্যরাও। নিউটাউনের অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল থেকে এই মিছিল শুরু হবে। প্রত্যেকের হাতে থাকবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যয়ের কাটআউট। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে ও শিক্ষকদের প্রতি এই অবিচারের মামলা যেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওঠে, সেজন্য এই মিছিল তারা করছেন। 

আরও পড়ুন :  'অতিথি হিসেবে যাচ্ছি, রাজ্যের কর্মীদের ডিএ-উপহার দেবেন মুখ্যমন্ত্রী'

এই মিছিল নিয়ে  NSQF শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক শুভদীপ ভৌমিক বলেন, 'আমাদের পরীক্ষা দিয়েই চাকরি পেতে হয়েছে। আর পাঁচজন স্থায়ী শিক্ষকদের মতো আমাদেরও কাজ করতে হয়। অথচ আমাদের বেতন মাত্র ১০ হাজার টাকা। তাও বেতন অনিয়মিত। শুধু তাই নয়, শিক্ষকদের যখন তখন ছাঁটাইও চলছে। এই তো গতবছর ২১৮ জন শিক্ষকদের কোনও কারণ ছাড়া ছাঁটাই করা হয়। কারিগরী ভবনের এই খামখেয়ালিপনা ও দুর্নীতির মুখোশ খুলতেই আমাদের মিছিল। আমরা চাইব মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর সুবিচার করুন। তিনি ভগবান। তিনিই এখন আমাদের আশা।' 

আরও পড়ুন : দাবি সেই ডিএ, কিন্তু মিছিল পৃথক; সরকারি কর্মীদের মধ্যে বিভাজন স্পষ্ট?

প্রসঙ্গত,  এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে কলকাতা হাইকোর্ট চত্বরে পোস্টার পড়েছে। আবার এজলাসে, মাঠে-ময়দানে ভগবান সম্বোধন শুনেছেন বিচারপতি তিনি। তাঁর নির্দেশে, কর্মজীবনের বকেয়া পান হাওড়ার অবসরপ্রাপ্ত শিক্ষিকা শ্যামলী ঘোষ। ভরা এজলাসে তিনিই বিচারপতিকে ভগবান বলেছিলেন। 

Advertisement

এছাড়াও বীরভূমে একাধিকবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে পোস্টার পড়েছে। তাঁকে মসিহা সম্বোধন করেছেন অনেকেই। চলতি বছরের জানুয়ারি মাসে বিচারপতি গঙ্গোপাধ্য়ায় ছবি দেওয়া পোস্টারে টোটো সাজিয়েছিলেন শান্তিনিকেতনের এই টোটো চালক। সেখানে লেখা ছিল, 'আপনি আমাদের ভগবান।' 


 

Advertisement