কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। এবার ঘটনাস্থল গার্ডেনরিচের FCI গোডাউন। এদিন সকাল ১০ টা নাগাদ আগুন লাগে ওই গোডাউনে। ওই গোডাউনে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।
আরও পড়ুন : 'মিথ্যেবাদী-নাটকবাজ', মমতাকে আরও যা যা বলেছিলেন শিখা
এদিন সকালে গার্ডেনরিচে FCI-এর একটি গোডাউনে প্রথমে আগুন লাগে। পাশাপাশি আরও কয়েকটি গোডাউন ছিল। জানা গিয়েছে, সব মিলিয়ে ৫ গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে এক এক করে দমকলের ১০ ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা জারি রয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে। স্থানীয় সূত্রে খবর, ওই গোডাউনগুলিতে বহুল পরিমাণে দাহ্য পদার্থ মজুত রয়েছে। সেই কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।
তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। দমকলের তরফে জানানো হয়েছে, প্রতিটি গোডাউনে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় গোডাউন পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশও। এদিকে আগুন ছড়িয়ে পড়ার জন্য তারাতলা রোডে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। যার জেরে বিপাকে পড়েছেন নিত্য যাত্রীরা।
আরও পড়ুন : বিশ্বভারতীর ৩ পড়ুয়ার বহিষ্কারে অন্তর্বতী স্থগিতাদেশ HC-র
শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রথমে দমকলের ১০ ইঞ্জিন এলেও পরে আরও ১০টি ইঞ্জিন আসে। এখন ২০ ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। দমকলের দাবি, আগুন নিয়ন্ত্রণে এলে তদন্ত করে কারণ খতিয়ে দেখা হবে। তবে গোডাউনে প্রচুর পরিমাণে মালপত্র মজুত থাকায় আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।