scorecardresearch
 

পরীক্ষার্থীদের জন্য নিয়ম বদল, রবিবার সময়সূচি বদলালো মেট্রো

আইসিডিএস পরীক্ষার্থীদের (ICDS recruitment examination) সুবিধা দিতে বড় পদক্ষেপ নিল কলকাতা মেট্রো। আগামীকাল অর্থাৎ রবিবার সময়সূচি বদল করা হল মেট্রোর। সেইসঙ্গে বাড়ানো হল মেট্রোর সংখ্যাও। 

Advertisement
কলকাতা মেট্রো। ফাইল ছবি- ইন্ডিয়া টুডে কলকাতা মেট্রো। ফাইল ছবি- ইন্ডিয়া টুডে
হাইলাইটস
  • রবিবার সময়সূচি বদলালো কলকাতা মেট্রো
  • পরীক্ষার্থীদের জন্য নিয়ম বদল
  • বাড়ানো হল মেট্রোর সংখ্যা

আইসিডিএস পরীক্ষার্থীদের (ICDS recruitment examination) সুবিধা দিতে বড় পদক্ষেপ নিল কলকাতা মেট্রো। আগামীকাল অর্থাৎ রবিবার সময়সূচি বদল করা হল মেট্রোর। সেইসঙ্গে বাড়ানো হল মেট্রোর সংখ্যাও।

নতুন কী নিয়ম

মেট্রোর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রবিবার ৭৪টি মেট্রো চলবে। এখন রবিবার করে মোট ৬৮ টি মেট্রো চলত। ১৩ তারিখ সকাল ১০টার পরিবর্তে দমদম থেকে প্রথম মেট্রো চলবে সকাল ৯টায়। নোয়াপাড়া থেকে সকাল ১০টা ১৩ পরিবর্তে প্রথম মেট্রো চলবে সকাল ৯টা ১৩ মিনিটে। কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশ্যে শেষ মেট্রো  ছাড়বে রাত ৯টায়। নোয়াপাড়ার উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৫৩ মিনিটে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের শুধুমাত্র অ্যাডমিট কার্ড দেখালেই হবে। তাদের ক্ষেত্রে ই-পাসের প্রয়োজন নেই। কলকাতা মেট্রোর এই পদক্ষেপে স্বাভাবিক ভাবেই সুবিধা বাড়বে পরীক্ষার্থীদের। এমননিতে লকডাউনের জেরে বেশ কয়েক মাস বন্ধ ছিল পরিষেবা। পরে মেট্রো পরিষেবা চালু হলেও একাধিক নিয়ম হয়। পরে পরে ধাপে ধাপে মেট্রো সংখ্যাও বাড়ানো হয়।

আরও পড়ুন, মেট্রোর নিয়মে বড় বদল! সোমবার থেকে নয়া টাইমটেবিলও


ই-পাসের নিয়ম বদল

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে গোটা দেশেই থমকে যায় রেল পরিষেবা। তখন বন্ধ থাকে কলকাতার মেট্রোও। আনলকের পরে মেট্রো পরিষেবা চালু হলেও বেশ কড়া নিয়ম থাকে।  আগের নিয়ম বদলে যাত্রীদের জন্য ই পাস সিস্টেম নিয়ে আসা হয়। মোবাইলে সড়গড় না থাকায় বয়স্ক যাত্রীদের সমস্যা হচ্ছিল তাতে। তাদের কথা মাথায় রেখে অনেক আগেই বয়স্ক যাত্রীদের জন্য ই-পাস সিস্টেম তুলে দেওয়া হয়েছিল। পরে ই পাসের ক্ষেত্রে ফের নিয়ম বদলায় মেট্রো। সেই নিয়মে বয়স্ক যাত্রীদের মহিলা ও ১৫ বছরের নিচে থাকা যাত্রীদের জন্য আর লাগবে না ই-পাস। সকাল ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত যে কোনও যাত্রীর ক্ষেত্রেই ই-পাসের প্রয়োজন নেই। রাত ৮টা পরেও ই-পাসের দরকার নেই। তবে টোকেন এখনই চালু হচ্ছে না।

Advertisement

Advertisement