রাজ্য পুলিশের উর্দি কেনার জন্য বিশেষ ভাতা চালু করার পর এবার কলকাতা পুলিশের জন্যেও ওই ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হল। ২৩ জুন রাজ্য পুলিশের উর্দি কেনার জন্য বিশেষ ভাতার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতা পুলিশের উর্দি কেনার জন্য বিশেষ ভাতার কথা ঘোষণা করলেন তিনি। কলকাতা পুলিশের এসিপি-ডিসিপি পদের পুলিশ আধিকারিকরা এখন থেকে বছরে ১৫ হাজার টাকা করে উর্দি কেনার জন্য ভাতা পাবেন।
২৩ জুনের ওই ঘোষণা অনুযায়ী, রাজ্য পুলিশের এএসপিকে উর্দি কেনার জন্য ভাতা বাবদ ২৫০০ টাকা এবং এসডিপিও ২ হাজার টাকা দেওয়ার কথাও বলেন তিনি। পুলিশের উর্দি কেনার জন্য আগে মাত্র ২০০ টাকা করে দেওয়া হতো। ওই ঘোষণার পর থেকে রাজ্য পুলিশের কর্মী-আধিকারিকদের বছরে ১৫ হাজার টাকা করে উর্দি কেনার জন্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: পুজোর মেগা ব়্যালি: কলকাতায় বেশ কিছু রাস্তা বন্ধ-ওয়ানওয়ে কাল, জেনে নিন
আজকের ঘোষণা অনুযায়ী, কলকাতা পুলিশের এসিপি-ডিসিপি পদের পুলিশ আধিকারিকরা বছরে ১৫ হাজার টাকা করে উর্দি কেনার জন্য বিশেষ ভাতা পাবেন। এছাড়াও ইনসপেক্টর, সাব ইনসপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টর এবং কনস্টেবল পদের কর্মীরাও আগামী বছর থেকে (২০২৩-’২৪) উর্দি কেনার জন্য বিশেষ ভাতা পাবেন। এ বছর পর্যন্ত এই সব পদের পুলিশ কর্মী ও আধিকারিকদের সরাসরি উর্দি দেওয়া হতো। এবছরও উর্দি পেয়ে গিয়েছেন যাঁরা তাঁদের উর্দি রক্ষাণাবেক্ষণের জন্য বিশেষ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
ইনসপেক্টর, সাব ইনসপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টর এবং কনস্টেবল পদের কর্মীরাও আগামী বছর থেকে (২০২৩-’২৪) উর্দি কেনার জন্য ইনসপেক্টররা পাবেন ১০,০০০ টাকা, সাব ইনসপেক্টররা পাবেন ৭,৫০০ টাকা, অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টর পদের পুলিশকর্মীরা পাবেন ৬,০০০ টাকা আর কনস্টেবল পদের কর্মীরা বছরে ৫,০০০ টাকা ভাতা পাবেন। যাঁরা এ বছর ইতিমধ্যেই উর্দি পেয়ে গিয়েছেন তাঁরা সেটির রক্ষাণাবেক্ষণের জন্য ৩,০০০ টাকা থেকে ৪,৫০০ টাকা পর্যন্ত ভাতা পাবেন।