scorecardresearch
 

Local Train Canceled: শিয়ালদায় ঢুকতেই পারছে না ট্রেন, চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের, রেল বলল...

শিয়ালদা মেন সেকশনে বিরাট দুর্ভোগের মুখে নিত্যযাত্রীরা। দমদম জংশনে প্যানেল ইন্টারলকিং কেবিনের কাজ চলায় বনগাঁ, হাসনাবাদ শাখায় শনিবার সকাল থেকেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। সকাল থেকেই অনেক ট্রেন দমদম জংশনে ঢুকতে পারছে না। ফলে শিয়ালদা স্টেশনে ঢুকছে না ট্রেন। শনিবার অনেক অফিসই খোলা থাকে। কিছু সরকারি অফিসও খোলা থাকে। ফলে অফিস যাত্রীদের বা অন্যান্য কাজে যাওয়া যাত্রীরা বিরাট সমস্যায় পড়তে হয়েছে। এ নিয়ে এবার প্রেস রিলিজ প্রকাশ করল রেল।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি

শিয়ালদা মেন সেকশনে বিরাট দুর্ভোগের মুখে নিত্যযাত্রীরা। দমদম জংশনে প্যানেল ইন্টারলকিং কেবিনের কাজ চলায় বনগাঁ, হাসনাবাদ শাখায় শনিবার সকাল থেকেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। সকাল থেকেই অনেক ট্রেন দমদম জংশনে ঢুকতে পারছে না। ফলে শিয়ালদা স্টেশনে ঢুকছে না ট্রেন। শনিবার অনেক অফিসই খোলা থাকে। কিছু সরকারি অফিসও খোলা থাকে। ফলে অফিস যাত্রীদের বা অন্যান্য কাজে যাওয়া যাত্রীরা বিরাট সমস্যায় পড়তে হয়েছে। এ নিয়ে এবার প্রেস রিলিজ প্রকাশ করল রেল।

বিরাট সমস্যায় নিত্যযাত্রীরা
যাত্রীদের সমস্যার কথা স্বীকার করে নিলেও, পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'আমরা আগেই জানিয়েছি কীভাবে কাজ হবে। সাধারণ মানুষের ভবিষ্যতের সুবিধার কথা মাথায় রেখেই আমরা কাজটা করছি। দমদম জংশনে কাজ চলায় সেখান দিয়ে আমরা ট্রেন চালাতে পারছি না। এর আগে প্রেস কনফারেন্স করেই আমরা সবটা জানিয়ে দিয়েছি।' পূর্ব রেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল ১৪৩টি ট্রেন চলবে না এই শাখায়। তবে তার জেরে এমন অবস্থা হবে তা বোধহয় বুঝতে পারেননি নিত্যযাত্রীরা। দমদম বা শিয়ালদা যাওয়ার ক্ষেত্রে সমস্যা তো আছেই, পাশাপাশি বিভিন্ন স্টেশনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছে ট্রেন। ফলে সময়ে পৌঁছতে পারছেন না নিত্যযাত্রীরা। অনেকেই সময়মতো অফিসে যেতে পারবেন না বলে অফিসে থেকে গিয়েছেন বা অন্য কোনও আত্মীয় স্বজনের বাড়িতে রাত কাটিয়ে অফিসে গিয়েছেন।  

কেন হচ্ছে এই কাজ?
বর্ষার সময় বারেবারে সিগনালিং সমস্যার জেরে বারেবারে ব্যহত হয় পরিষেবা। শীত, বসন্ত কাটিয়ে গ্রীষ্মকাল এসে গিয়েছে বঙ্গে। কিছুদিন পরেই বর্ষাকাল এসে যাবে। সেই সময় যাতে সিগনালিং নিয়ে সমস্যা না হয় তার জন্যই এই প্যানেল ইন্টারলকিং-এর ব্যবস্থা করা হচ্ছে বলেই জানিয়েছে রেল। শনিবার শুধু নয়, এই দুর্ভোগ চলবে রবিবারও।
 

Advertisement

সমস্যা চলবে রবিবারও
রবিবার নিত্যযাত্রীদের চাপ না থাকলেও সমস্যা হতে পারে অন্যান্য বিভিন্ন কাজে যারা শিয়ালদা যাবেন বা শিয়ালদা থেকে শহরতলির বিভিন্ন জায়গায়। তবে রেলের দাবি আপাতত ভোগান্তি সহ্য করতে হলেও ভবিষ্যতে পরিষেবা আরও ভাল হবে।                       

Advertisement