ভবানীপুর উপনির্বাচনের (Bhawanipur By Election) দামামা বেজে গিয়েছে। রাজ্যের যেকটি কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা তারমধ্যে একমাত্র ভবানীপুরেরই ভোটগ্রহণের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উপনির্বাচন ঘোষণার পর থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমল কংগ্রেস। প্রার্থীও ঘোষণা করে দিয়েছে তারা। পূর্ব জল্পনা অনুযায়ী ওই কেন্দ্র থেকে লড়ছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ওই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বামেরাও। তবে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। রাজনৈতিকমহল মনে করছে, বর্তমান পরিস্থিতিতে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ক্ষেত্রে অনেকগুলি অ্যাডভান্টেজ থাকার পাশাপাশি কয়েকটি সমস্যাও রয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়
রাজনৈতিক বিশেষজ্ঞদের বেশিরভাগই মনে করছেন, ভবানীপুর সহ সমগ্র দক্ষিণ কলকাতাই (South Kolkata) মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়। একসময় সেখান থেকে সাংসদও হয়েছেন তিনি। আর ২০১১ সাল থেকে এই ভবানীপুরেই বিধায়ক হয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে এই এলাকা মমতার হাতের তালুর মতো চেনা। অন্যদিকে আবার শুধু মুখ্যমন্ত্রী হিসেবেই নয়, এলাকার বিধায়ক হিসেবেও ভোটারদের কাছে তিনি পরিচিত। তাই লড়াইটা অনেকটাই সহজ তাঁর কাছে।
প্রচারে এগিয়ে তৃণমূল
এছাড়া উপনির্বাচন ঘোষণার পর থেকেই ময়দনে নেমে পড়েছে তৃণমূল (TMC)। বুধবার কর্মিসভার মধ্যে দিয়ে প্রচারে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেক্ষেত্রে প্রতিপক্ষদের মধ্যে বামেরা সবে প্রার্থী ঘোষণা করেছে। বিজেপও এখনও সেটাও করেনি। ফলে প্রচারের দিক থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল এগিয়ে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিকমহলের অনেকেই।
হেভিওয়েট প্রার্থী
কেউ কেউ আবার মনে করছেন, প্রার্থী হিসেবেও মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম হেভিওয়েট। যা প্রতিপক্ষ বিজেপি (BJP) ও বামফ্রন্টের (Left Front) থেকে আগেভাগেই অনেকটা এগিয়ে রাখছে তাঁকে।
হাইকোর্টে মামলা
তবে অনেকগুলি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকলেও, ভবানীপুর উপনির্বাচনকে ঘিরে বেশকিছু সমস্যাও রয়েছে বলে মনে করছে ওয়াকিবহালমহল। যার অন্যতম ইতিমধ্যেই হাইকোর্টে (High Court) দায়ের হওয়া জনস্বার্থ মামলা। শুধুমাত্র ভবানীপুরেই কেন উপনির্বাচন হচ্ছে, এই প্রশ্ন তুলে ইতিমধ্যেই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। এমনকী এই ইস্যুটিকে তুলে ধরছে রাজ্যের বিরোধী দল বিজেপিও। গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখেও শোনা গিয়েছে এই ধরনের কথা। সেক্ষেত্রে ভোটের ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই প্রশ্নের মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির
অন্যদিকে কয়লাপাচারের তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এমনকী ইডি বুধবার পুনরায় অভিষেককে তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন বলেই সূত্রের খবর। এছাড়া তলব করা হয়েছে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও। অন্যদিকে আবার আইকোর চিটফান্ড মামলায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) তলব করেছে সিবিআই। সঙ্গে রয়েছে আবার ভুয়ো ভ্যাকসিনকাণ্ড। সেক্ষেত্রে এই বিষয়গুলিকেও হাতিয়ার করে বিরোধীরা প্রচারের ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে পারেন বলে মনে করছে ওয়াকিবহালমহল।