কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে এবার বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে মমতা জানান, 'এসব কেস বিজেপি সাজিয়ে করেনি, তার প্রমাণ কোথায়? আমি আশা করি বিজেপির অনেকের সঙ্গেও ওর ছবি আছে। কিংবা অন্যান্য দলেরও আছে।' প্রসঙ্গত, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের অন্যতম পাণ্ডা দেবাঞ্জন দেবের সঙ্গে রাজ্যের তৃণমূল নেতাদের ছবি প্রকাশ্যে এনেছিল বিজেপি। সেই ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা করেছিল পদ্ম শিবির।
মমতা বলেন, "ভ্যাকসিন নিয়ে যেটা হল, তার সঙ্গে রাজ্য সরকারের কোনও সম্পর্কই নেই। অনেক সময়ে ওরা সরকারি গাড়ির রং ব্যবহার করে। চোর-ডাকাতরা এমনই করে বেড়ায়। এরা চেষ্টা করে বাইরে গেরে কারোর সঙ্গে ছবি তুলে নেওয়া। আমিও এখন সবাইকে ছুবি তুলতে দিই না। কারণ কে যে কোথায় কী করে বেড়াচ্ছে, তার তো কোনও ঠিক নেই। আমি একবার বিমানে যাচ্ছিলাম। তখন আমি বসেছিলাম ১এ সিটে। কিন্তু আমার ছবি তুলছে ২০ নম্বর সিট থেকে। জুম করে আমার ছবি তোলা হচ্ছিল। ফোটোশপও করা হয়।"
মমতা বলেন, "একটা ভুয়ো শিবির চলছিল। যদিও আমরা সঙ্গে সঙ্গে ধরে নিয়েছি। ভুয়ো শিবির থেকে যে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সেটা কোভি়ডের ইঞ্জেকশন নয়। যারা দিয়েছে তারা ভুল করেছে। এটা উগ্রপন্থার মতো ভয়ানক। যারা চিট করে, তারা সবার সঙ্গে ছবি তুলে রাখে। আমরা কড়া ব্যবস্থা নিয়েছি। সিট তৈরি হয়েছে। খোঁজ নিয়ে জেনেছি, যে ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেটা একটা অ্যান্টিবায়োটিক। আশা করছি কিছু ক্ষতি হবে না। সবার সঙ্গে স্বাস্থ্য বিভাগ যোগাযোগ রেখেছে। সবার টিকাকরণ হবে। সরকার নিজে দায়িত্ব নিয়ে এটা করবে। এসব কেস বিজেপি সাজিয়ে করেনি, তার প্রমাণ কোথায়? ছবি দিয়ে কিছু বিচার করা যায় না। এখন ছবি জুম করে ফোটোশপও করে নেয় অনেকে। বিজেপির ছবি নেই? সেই ছবি সব কোথায়? আমি আশা করি বিজেপির অনেকের সঙ্গেও ওর ছবি আছে। কিংবা অন্যান্য দলেরও আছে। সেগুলি আগামী দিন হয়তো বেরবো। কাজেই এই অন্যায় যে করে তাদের কাউকে বরদাস্ত করা হবে না।"