scorecardresearch
 

Mamata Banerjee Educational Qualification: মমতার পড়াশোনা কতদূর? রইল মুখ্যমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা

২০১৬ সালের বিধানসভা নির্বাচন ও ২০২১ সালে ভবানীপুর বিধানসভার উপ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় হলফনামা জমা দিয়েছিলেন। তাতে নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তথ্য দিয়েছেন তিনি।

Advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা
হাইলাইটস
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে বিভ্রান্তি দূর করতে পারেন
  • নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সহজেই জানা যায়

আমাদের দেশের রাজনীতিবিদদের শিক্ষাগত যোগ্যতা (Educational Qualifications) নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন থাকে। রাজনীতিবিদদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানা ভুয়ো তথ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়। যা নিয়ে বিভ্রান্তি ছড়ায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification Of CM Mamata Banerjee) নিয়েও নানা ভুয়ো তথ্য সোশ্যায় মিডিয়ায় ছড়িয়ে রয়েছে। তবে আপনি সহজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে বিভ্রান্তি দূর করতে পারেন। খুব সহজেই এটা জানা যায়। আর এটার জন্য অবশ্য়ই কৃতিত্ব প্রাপ্য ভারতের নির্বাচন কমিশনের।

দ্য অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস-র রিপোর্টে এবার দেশের একাধিক মুখ্যমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য় সামনে এসেছে। দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ৩৭ শতাংশ নিজেদের গ্র্র্যাজুয়েট বলে দাবি করেছেন। ১৪ শতাংশ নিজেদের গ্র্যাজুয়েট প্রফেশনাল বলে দাবি করেছেন। ৩০ শতাংশ নিজেদের পোস্ট গ্র্যাজুয়েট বলে দাবি করেছেন। ৩ শতাংশ মুখ্য়মন্ত্রী রয়েছেন যাঁরা মাধ্যমিক পাশ, ডক্টরেট ও ডিপ্লোমাপ্রাপ্ত। ১০ শতাংশ মুখ্যমন্ত্রী উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করেছেন।

আরও পড়ুন: Mamata Banerjee Visits Rizwanur Rahman House: ইদের দিন রিজওয়ানুর রহমানের বাড়িতে মমতা, সঙ্গী অভিষেক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা কী (what is the educational qualification of mamata banerjee)?

ভারতে নির্বাচনে প্রার্থী হতে গেলে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিতে হয়। তাতে আয়, আয়ের উৎস ছাড়াও শিক্ষাগত যোগ্যতা নিয়েও তথ্য দিতে হয়।  ২০১৬ সালের বিধানসভা নির্বাচন ও ২০২১ সালে ভবানীপুর বিধানসভার উপ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় হলফনামা (mamata banerjee election affidavit) জমা দিয়েছিলেন। তাতে নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তথ্য দিয়েছেন তিনি।

২০১৬ সালে হলফনামায় দেওয়া তথ্য

২০১৬ সালে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা তথ্য দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়:

Advertisement

১৯৭০ সালে দেশবন্ধু শিশু শিক্ষালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ

১৮৭৪ সালে যোগমায়া দেবী কলেজ (কলকাতা বিশ্ববিদ্যালয়) থেকে স্নাতক (BA)

১৯৭৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে M.A. (১৯৭৯ সালে পরীক্ষা হয়)

১৯৮০ সালে শ্রী শিক্ষাতন (কলকাতা বিশ্ববিদ্যালয়) থেকে B.Ed, কর্মশিক্ষায় প্রশিক্ষিত

১৯৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ অফ ল থেকে এলএলবি (LLB)

২০২১ সালে হলফনামায় দেওয়া তথ্য

২০২১ সালে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা তথ্য দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়:

১৯৭৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে M.A. (১৯৭৯ সালে পরীক্ষা হয়)।

১৯৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ অফ ল থেকে LLB।

 

Advertisement