scorecardresearch
 

'কেষ্টকে গ্রেফতার কেন করা হল?' অনুব্রতর হয়ে 'ব্যাটিং' মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, 'কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কী করেছিল কেষ্ট? যতবার ভোট হয়েছে ওকে ঘরবন্দি করে রেখেছেন, একটা ভোটেও ওকে বেরোতে দেন না। কেষ্টকে আটকালে কী হবে? গত ২ বছরে কষ্ট পেয়েছে। ওর বউ মারা গিয়েছে।' 

Advertisement
অনুব্রত মণ্ডল ও মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল ও মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • অনুব্রতর পাশে মমতা
  • গ্রেফতারি নিয়ে তুললেন প্রশ্ন
  • ফের বিঁধলেন কেন্দ্রকে

দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হয়ে সরাসরি ময়দানে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বেহালায় এক মঞ্চে বক্তব্য রাখার সময় অনুব্রত মণ্ডলের গ্রেফতারের বিরুদ্ধে রীতিমতো সোচ্চার হন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, 'কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কী করেছিল কেষ্ট? যতবার ভোট হয়েছে ওকে ঘরবন্দি করে রেখেছেন, একটা ভোটেও ওকে বেরোতে দেন না। কেষ্টকে আটকালে কী হবে? গত ২ বছরে কষ্ট পেয়েছে। ওর বউ মারা গিয়েছে।' 

অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'ও বিধায়ক হবে না।, সাংসাদ হবে না। রাজ্যসভায় যাবে না।' মমতা এদিন সরাসির দাবি করেন, '২০২৪-এ নরেন্দ্র মোদী জিতবে না। তাই খেলা শুরু করে দিয়েছে। রাজস্থান ভাঙতে হবে, ঝাড়খন্ড ভাঙতে হবে, ছত্তীসগড় ভাঙতে হবে। বাংলাকেও একইভাবে দুর্বল করে দিতে হবে। আমি বলি আয় না, রয়্য়্যাল বেঙ্গল টাইগার দেখেছ তো?' তিনি আরও বলেন, 'কেষ্টর বাড়িতে তাণ্ডব করেছে। আমি মনে করি কেষ্টারা ভয় পাবে না। একটা কেষ্টকে ধরলে, লক্ষ কেষ্ট তৈরি হবে।'

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের একবার 'খেলা হবে' স্লোগান শোনা যায়। রাজনৈতিক স্বাধীনতা, বাক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা নিয়েও এদিন বিজেপি তথা কেন্দ্রকে নিশানা করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, 'একবার ঠান্ডার কথা বলে ৩ বার ডান্ডার কথা বলে। আমি বলি বিচার তো একদিন হবেই। যখন কেউ জেলে থাকে, বিচার হয়। সেই বিষয়ে কিছু বলবো না। কেঁচো খুঁড়তে গোখরো বেরিয়ে যাবে। অন্যায়কে সাপোর্ট না করে বলছি, ব্যাঙ্কগুলো লুঠ হয়ে গেল। বাক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সব থাকা উচিত। আমরা দেশে কারও দয়ায় বাস করি না। এটা দেশটা আমাদের গর্ব।'  

আরও পড়ুনযৌন ক্ষমতা থেকে অর্থাভাব, জানিয়ে দেবে হাতের নখের এই দাগগুলি

Advertisement

 

Advertisement