'লুকিয়ে আন্ডারস্ট্যান্ডিং করে সিঙ্গুর-নন্দীগ্রাম হয়েছে। আমি বাইকে করে ঢুকেছিলাম। পিছন থেকে গুলি করে মারার চেষ্টা হয়েছিল। সিপিএম-এর অনেক নেতা আমাকে বলেছেন। তা সত্ত্বেও ক্ষমা করে দিয়েছি।' বুধবার বিধানসভায় দাঁড়িয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিরোধীদের প্রতি মুখ্যমন্ত্রীর পরামর্শ, 'এখান থেকে বেরিয়ে মানুষের কাছে যান, যদি মানুষ ক্ষমা করে দেন তাহলে আমরাও ক্ষমা করে দেবো।'
এদিন বিধানসভায় জবাবী ভাষণ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'বাংলা শান্তিকামী। মা মাটি মানুষের জয়। আমরা কৃষকদের গাড়ি চালিয়ে হত্যা করি না। আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনও সাহায্য পাইনি, আমফানের টাকা পাইনি। লজ্জা করে না? বিজেপি দেশটার সর্বনাশ করে দিয়েছে। বিজেপি বলেছিল এবার ২০০ পার। বিজেপি পগারপার। তৃণমূলের সঙ্গে লড়া এত সহজ না। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে।' মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, 'ফেডারেল স্ট্রাকচার ধ্বংস করে দিচ্ছে বিজেপি। কথায় কথায় সিবিআই-সিবিআই করে চেঁচায়। মিথ্যা কেস দেয়।'
এদিকে মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন সেই সময় রীতিমতো হৈ হট্টগোল চালিয়ে যান বিজেপি বিধায়করা। ভারত মাতা কি জয় বলেও স্লোগান দেন তাঁরা। তবুও তার মাঝেই ভাষণ চালিয়ে যান মুখ্যমন্ত্রী। ভাষণ শেষে হাত তুলে জয় বাংলা বলতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর স্লোগানের সঙ্গে গলা মিলিয়ে তৃণমূলের বাকি বিধায়করাও জয় বাংলা স্লোগান দেন।
আরও পড়ুন - খেলার মাঝেই হঠাত্ মাঠে নাচ ওয়ার্নারের! Video Viral