ভুয়ে আইএএস ও ভুয়ো সিবিআই আধিকারিকের পর এবার পুলিশের ভুয়ো পরিচয় ব্যবহার ও গাড়িতে পুলিশের স্টিকার লাগানর অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কলকাতার স্ট্র্যান্ড রোডে। ওই ব্যক্তিকে পাকড়াও করে তুলে দেওয়া হয় বড়বাজার থানার পুলিশের হাতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে এদিন স্ট্র্যান্ড রোডে একাটি গাড়িকে আটকায় হাওড়া ব্রিজ ট্র্যাফিক গার্ড। গাড়ির নম্বর WB02AH7239। দেখা যায় গাড়িতে লাগান রয়েছে পুলিশ লেখা স্টিকার। কিন্তু জিজ্ঞাসাবাদে কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি গাড়ির চালক লোকেশ সিঙ্গি। তারপররেই তাঁকে তুলে দেওয়া হয় বড়বাজার থানার হাতে। ধৃত ব্যক্তি হাওড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে বেশকয়েকটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। একইসঙ্গে কেন ওই ব্যক্তি গাড়িতে পুলিশে স্টিকার লাগিয়ে ঘুরছিলেন, সেই বিষয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীর অফিসারের।
প্রসঙ্গত ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দেবাঞ্জন দেব গ্রেফতার হওয়ার পর থেকে সামনে আসছে একের পর এক এই ধরনের ঘটনা। দেবাঞ্জন নিজেকে ভুয়ো আইএএস পরিচয় দিয়ে ঘুরতেন। তারপর থেকে বেশকয়েকজনকে এভাবেই ভুয়ো পরচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে কেউ নিজেকে সিবিআই অফিসার হিসেবে পরিচয় দিতেন, কেউ আবার পরিচয় দিতেন বড় কোনও সংস্থার আধিকারিক হিসেবে। এবার সেই তালিকায় নবতম সংযোজন লোকেশ সিঙ্গি। এখন দেখার তাঁকে জিজ্ঞাসাবাদা করে আর কোন তথ্য উঠে আসে পুলিশের হাতে।