তাঁর নাকি কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। যার জেরে তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করেছে সিবিআই। কিন্তু সেই মানিক ভট্টাচার্যকেই এবার দেখা গেল বিধানসভায়। মঙ্গলবার বিধানসভায় হাজির থাকতে দেখা গেল তৃণমূলের বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya)।
এদিন স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দেন মানিক ভট্টাচার্য। এই বিষয়ে সংবাদমাধ্যমকে তিনি জানান, "উচ্চ শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে এসেছিলাম। বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করতেই বিধানসভায় এসেছিলাম।" পাশাপাশি লুকআউট নোটিশ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি অনুরোধ করব, একজন বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করতে এসেছি, ফিরে যাচ্ছি। বিচারাধীন বিষয়ে কোনও প্রশ্ন করবেন না। যদি বিধানসভা সংক্রান্ত বা কার্যাবলী নিয়ে প্রশ্ন থাকে, প্রশ্ন করুন।"
তৃণমূল বিধায়ক আরও বলেন, "আমি আগেও বলেছি, আজকেও বলছি। এটি একটি বিচারাধীন বিষয়। তাতে যখন যখন সহযোগিতার প্রয়োজন হয়েছে, উপস্থিতির প্রয়োজন হয়েছে, ১০০ ভাগ সমস্ত ক্ষেত্রে সহযোগিতা করেছি।" কিন্তু তাহলে লুকআউট নোটিশ কেন? উত্তরে মানিক ভট্টাচার্য বলেন, "প্রশ্নের উত্তর আপনাদের কাছেই আছে। আমাকে বিব্রত করবেন না।"
প্রসঙ্গত, কিছুদিন আগে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে সিবিআই (CBI)। বিগত বেশকয়েকদিন ধরেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি সিবিআই-এর তদন্তকারীদের। সূত্রের খবর, সিবিআই আধিকারিকরা আশঙ্কা করছেন যে, তদন্ত এড়াতে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে পারেন মানিক ভট্টাচার্য। আর সেই কারণেই তাঁর নামে জারি করা হয় লুক আউট নোটিশ (Lookout Notice)। ইতিমধ্যেই মানিক ভট্টাচার্যের ছবি, পাসপোর্ট নম্বর ও তিনি যে মামলায় অভিযুক্ত, তার বিস্তারিত তথ্যও নাকি দেশের বিভিন্ন এয়ারপোর্টে জানানো হয়েছে।
আরও পড়ুন - কম ঘুম আপনাকে করতে তুলবে ভয়ঙ্কর স্বার্থপর, চাঞ্চল্যকর রিপোর্ট