scorecardresearch
 

'সব শেষ হয়ে গেল,' দমদমে ছাতাকলে বস্তিতে হাহাকার, ঘটনাস্থলে দমকলমন্ত্রী

দমদমের ছাতাকল এমনিতেই ঘিঞ্জি জায়গা। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বস্তি এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে বলে খবর। কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে বলে জানা যাচ্ছে। প্রাথমিক ভাবে অনুমানস গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ। 

Advertisement
Dumdum Fire Dumdum Fire

ভয়াবহ আগুন লাগল দমদমের ছাতাকল এলাকায় বস্তিতে। আজ বেলা ১২টা নাগাদ ছাতাকল এলাকায় একটি বস্তিতে কালো ধোঁয়া দেখা যায়। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, ঘটনাস্থলে একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

দমদমের ছাতাকল এমনিতেই ঘিঞ্জি জায়গা। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বস্তি এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে বলে খবর। কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে বলে জানা যাচ্ছে। প্রাথমিক ভাবে অনুমানস গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর চেষ্টা করছে।

দমদমে ছাতাকলের বস্তিতে ভয়াবহ আগুন
দমদমে ছাতাকলের বস্তিতে ভয়াবহ আগুন

বস্তিটি এতটাই ঘিঞ্জি, তাই দমকলের গাড়ি ঢুকতে ব্যাপক সমস্যা হচ্ছে। দমকল বাহিনীর সঙ্গেই আগুন নেভানোর কাজ করছেন স্থানীয় বাসিন্দারা। বহু মানুষ কান্নায় ভেঙে পড়েছেন। আগুনে সর্বস্ব পুড়ে গিয়েছে বহু পরিবারের। বিস্তীর্ণ এলাকায় আগুন জ্বলছে দাউ দাউ করে। 

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দাদের দাবি, দমকল এসেও তো ঢুকতে পারছে না। জায়গা নেই। আনুমানিক ৫০টি ঘর রয়েছে বস্তিতে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমদমের বামপ্রার্থী সুজন চক্রবর্তী। তিনি পরিস্থিতি খতিয়ে দেখছেন। দমকল মন্ত্রী সুজিত বসু জানালেন, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। যাঁদের ঘর পুড়ে গিয়েছে, তাঁদের নিরাপদ আশ্রয় দেওয়া হবে। 
 

Advertisement