scorecardresearch
 

ডিসেম্বরে ফের চালু মেডিক্যাল কলেজের পঠনপাঠন, স্বাস্থ্যবিধিতে বিশেষ জোর

ডিসেম্বর মাস থেকেই মেডিকেল কলেজগুলিতে (Medical colleges) ফের পঠনপাঠন শুরু হতে পারে। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউনের কারণে সেখানে ক্লাস বন্ধ রাখা হয়েছিল তবে ৮ মাস পর ডিসেম্বর থেকে পঠনপাঠন শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনও গাফিলতি না হয়, খেয়াল রাখতে বলা হয়েছে।

Advertisement
ডিসেম্বর থেকে মেডিক্যাল কলেজে ক্লাস চালু করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে (প্রতীকি ছবি) ডিসেম্বর থেকে মেডিক্যাল কলেজে ক্লাস চালু করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে (প্রতীকি ছবি)
হাইলাইটস
  • ডিসেম্বর মাস থেকে মেডিকেল কলেজগুলিতে ফের পঠনপাঠন
  • স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনও গাফিলতি নয়
  • স্বাস্থ্যমন্ত্রক এই ব্যাপারে চিঠি পাঠিয়েছে

ডিসেম্বর মাস থেকেই মেডিকেল কলেজগুলিতে (Medical colleges) ফের পঠনপাঠন শুরু হতে পারে। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউনের কারণে সেখানে ক্লাস বন্ধ রাখা হয়েছিল তবে ৮ মাস পর ডিসেম্বর থেকে পঠনপাঠন শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনও গাফিলতি না হয়, খেয়াল রাখতে বলা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক এই ব্যাপারে বিভিন্ন রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে চিঠি পাঠিয়েছে। তাদের  পরামর্শ, ডিসেম্বর থেকে ফের লেখাপড়ার কাজ চালু করা যেতে পারে। তবে স্বাস্থ্যবিধি মেনে পঠনপাঠন চালু করতে হবে। যেখানে ক্লাস হবে সেগুলি যেন স্যানিটাইজ করা হয়। ক্লাসরুম, টেবিল, বেঞ্চ- কোনও কিছুই যেন বাদ না রাখা হয়। শারীরিক দূরত্ববিধি বজায় রাখতে হবে। পড়ুয়াদের স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। এবং সবাই যাতে মাস্ক পরেন, সে দিকে নজর রাখতে হবে। 

চিকিৎসা এবং ডাক্তারি পড়ুয়া সংগঠনের দাবি, আগে থেকেই সতর্ক থাকতে হবে। জীবাণুমুক্ত করার কাজের ব্যাপারে বিশেষ জোর দিতে হবে। এখানে কোনও গাফিলতি করা চলবে না। না হলে তারা ক্লাস করবেন না বলে হুমকি দিয়ে রেখেছেন। 

স্বাস্থ্য দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ১ ডিসেম্বর থেকে রাজ্যের সব মেডিকেল কলেজে পঠনপাঠন চালু হয়ে যাবে। কঠোরভাবে করোনাবিধি মেনে চলা হবে। যেখানে ক্লাস হবে, সেইসব জায়গা জীবাণুমুক্ত করা হবে। তারপরই পঠনপাঠনের কাজ চালু করা হবে। হবে এ ব্যাপারে কোনও অপস করা হবে না। কোনও গাফিলতি মেনে নেওয়া হবে না। সবাইকে সতর্ক থাকতে হবে। পড়তে এসে কেউ সংক্রমিত হবেন, তা মেনে নেওয়া যায় না। চিকিৎসক এবং পড়ুয়া- সবার দিকেই খেয়াল রাখা হবে।

লকডাউনের কারণে মেডিকেল কলেজ তো বটেই রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান লেখাপড়া বন্ধ রাখা হয়েছে। অনলাইনে ক্লাসের ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া টেলিভিশনেও বিভিন্ন রকম ভাবে পড়ুয়াদের লেখাপড়ার ব্যবস্থা করা হয়েছে। স্কুলের পরীক্ষার ব্যাপারে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। স্কুল বন্ধ থাকলেও পড়ুয়াদের মিড ডে মিল পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। তবে স্কুল কবে খোলা হতে পারে, এ ব্যাপারে এখনও চূড়ান্ত কিছু ঠিক হয়নি।

Advertisement

Advertisement