বিগত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে চর্চায় রয়েছেন মুকুল রায়। শোনা যাচ্ছিল, গেরুয়া শিবিরের সঙ্গে ক্রমেই দূরত্ব বেড়েছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির। কয়েকদিন আগেই তাঁর অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে যান যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই মুকুলের রাজনৈতিক অবস্থান ঘিরে জল্পনা আরও বাড়ে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, অভিষেক হাসপাতাল থেকে বের হওয়ার দুঘণ্টার মধ্যে সেখানে আসেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এমনকি পরে মুকুল রায়কে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এহেন মুকুল হয়তো এবার বিজেপিতে গুরু দায়িত্ব পেতে চলেছেন। তেমনটাই শোনা যাচ্ছে। রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান সম্ভবত হতে চলেছেন মুকুল রায়।
বড় দায়িত্ব পাচ্ছে মুকুল?
পাবলিক অ্যাকাউন্টস কমিটি রাজ্য বিধানসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমিটি। বিভিন্ন উন্নয়নমূলক কাজের অডিট সংক্রান্ত কাজে এই কমিটির বড় ভূমিকা রয়েছে। প্রতি বছর এই কমিটি বিরোধীদের হাতেই দেওয়া হয়। এবার জল্পনা শুরু হয়েছিল এই কমিটির রাশ নিজের হাতেই রাখতে পারে তৃণমূল। কিন্তু একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এবার তৃণমূলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই কমিটি বিজেপিকে দেওয়া হবে। পাশাপাশি আরও ৯টি কমিটি ছাড়া হবে রাজ্যে বিজেপির জন্য। শোনা যাচ্ছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি যেহেতু বিজেপির হাতে আসছে তাই এই কমিটির চেয়ারম্যান করা হতে পারে মুকুল রায়কে। তবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। মুকুল রায় বর্তমানে বিধায়কও। ফলে এই কমিটির দায়িত্ব পেতে কোনও সমস্যা থাকার কথা নয়।
আরও পড়ুন, প্রশংসা মমতার, খোঁজ নিচ্ছেন অভিষেক, রায় পরিবারকে কোন বার্তা বন্দ্যোপাধ্যায়দের?
কমিটি নিয়ে ক্ষোভ
তবে মাত্র ১০টি কমিটি ছাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। ২০১৬ বিধানসভা নির্বাচনে বাম ও কংগ্রেসের মোট আসনসংখ্যা ছিল ৭৭। তাদের হাতে মোট ১৪ কমিটি ছেড়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল। ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছে ৭৭টি আসনে। পরে ২টি আসন ছেড়ে দেন সেখানকার জয়ী বিধায়করা। এখন বিজেপির বিধায়ক সংখ্যা ৭৫। কিন্তু তাদের দেওয়া হচ্ছে মাত্র ১০টি আসন। অর্থাৎ বাম ও কংগ্রেসের থেকে কম। এই বিষয়টি নিয়েই আপত্তি তুলেছে বিজেপি। সেক্ষেত্রে বিধানসভার অধিবেশন শুরু হলে বিষয়টি নিয়ে সরব হতে পারে গেরুয়া শিবির, এমনটা শোনা যাচ্ছে।