scorecardresearch
 

Madan Mitra: শুভেন্দু BJP-র ঘরের জামাই, তাই চার্জশিটে নাম নেই! কটাক্ষ মদনের

Madan Mitra on Narada Chargesheet: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-কে কটাক্ষ করলেন তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। বৃহস্পতিবার তিনি এসেছিলেন এসএসকেএম হাসপাতালে। নারদ-কাণ্ড (Narada Sting Case) নিয়ে তিনি বলেন, শুভেন্দু বিজেপি ঘরের জামাই। তাই তিনি কোনও চিঠি পান না।

Advertisement
তৃণমূল নেতা মদন মিত্র। ছবি সৌজন্য: ফেসবুক তৃণমূল নেতা মদন মিত্র। ছবি সৌজন্য: ফেসবুক
হাইলাইটস
  • বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা মদন মিত্র
  • হস্পতিবার তিনি এসেছিলেন এসএসকেএম হাসপাতালে। নারদ-কাণ্ড নিয়ে তিনি বলেন, শুভেন্দু বিজেপি ঘরের জামাই
  • তাই তিনি কোনও চিঠি পান না

Madan Mitra on Narada Chargesheet: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-কে কটাক্ষ করলেন তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। বৃহস্পতিবার তিনি এসেছিলেন এসএসকেএম হাসপাতালে। নারদ-কাণ্ড (Narada Sting Case) নিয়ে তিনি বলেন, শুভেন্দু বিজেপি ঘরের জামাই। তাই তিনি কোনও চিঠি পান না।

মুকুলকে দেখতে
মদন মিত্র (Madan Mitra) জানান, এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন মুকুল রায় (Mukul Roy)। তাঁকে দেখতে  যাবেন তিনি। মুকুল রায় তাঁর ছোট ভাইয়ের মতো। তাঁকে তিনি স্নেহ করেন। আর এই সময়ে তিনি তাঁকে দেখতে যাবেন।

একলা চলতে হয়
পাশাপাশি আরও কতগুলো প্রসঙ্গ উঠে আসে। সেই প্রশ্নের উত্তর দেন মদন মিত্র (Madan Mitra)। তাঁকে প্রশ্ন করা হয় আইন মন্ত্রী মলয় ঘটককে ইডি ডেকেছে। সেই প্রশ্নের উত্তরে মদন মিত্র জানান, পি চিদম্বরম (P Chidambaram)-কেও ইডি ডেকেছিল। তাতে কোনও দোষ নেই। এই প্রসঙ্গে তিনি বলেছেন, 'যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে নাকি একলা চলতে হয়।'

তাঁকেও ইডি ডেকেছিল
পাশাপাশি তিনি (Madan Mitra) এ-ও জানিয়েছেন, তাঁকেও ইডি ডেকে পাঠিয়েছে এবং চার্জশিটে তাঁর নামে পেশ করা হয়েছে। তিনি জানিয়েছেন, সেটা কোনও ব্যাপার নয়। প্রতিদিন সকালে উঠে তিনি চিঠির জন্য অপেক্ষা করতেন। চিঠি এসে গিয়েছে, তার মানে তিনি এখন ডিসচার্জড। 

ঘরের জামাই
নারদ-কাণ্ডে চার্জশিট পেশ করা হল শুভেন্দু অধিকারী নামে সেখানে নেই বলে খবর। সে বিষয়ে ব্যঙ্গ করেন তিনি। এদিন মদন মিত্র (Madan Mitra)-র কটাক্ষ, শুভেন্দু অধিকারী আসলে বিজেপির ঘরের জামাই। তার নামে কখনও কোনও চার্জশিট পেশ করা সম্ভব নয়। তাই তাকে বাদ দিয়ে সবার নামে চার্জশিট পেশ করা হয়েছে।

রাজ্যপালকে আক্রমণ
অন্যদিকে রাজ্যপালকেও এক হাত নিতেই ছাড়েননি মদন মিত্র (Madan Mitra)। তিনি জানিয়েছেন, গতকাল টুইট করে পুলিশ  নিরাপত্তা নিয়ে টুইট করেছেন। চ্যারিটি বিগিনস্ অ্যাট হোম। আসলে রাজ্যপাল জাগদীপ ধনখড় রাজ্যপাল না হয়ে তিনি টুইটারপাল বলেও মন্তব্য করেছেন মদন মিত্র।

Advertisement

দিলীপের কড়া সমালোচনা
অন্যদিকে তিনি দিলীপ ঘোষকে তীব্র ভর্ৎসনা করেছেন। তিনি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনও কারখানার উদ্বোধন করেননি।

সেই প্রসঙ্গে মদন মিত্র (Madan Mitra) জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মেলা কারখানার উদ্বোধন করেছেন। আসলে দিলীপবাবুর অবস্থা এখন খুব বাজে । তিনি তার অবস্থান সম্পর্কে সচেতন এবং বিজেপি থেকে যে অনেকেই অন্য দলে স্থান পরিবর্তন করবে এবং দীলিপবাবুর পায়ের তলায় মাটি থাকবে না, সে ব্যাপারে একেবারে নিশ্চিত মদন মিত্র।

 

Advertisement