scorecardresearch
 

মেটো পথে জুড়ছে কালীঘাট-দক্ষিণেশ্বর, ২২ তারিখ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ২২ তারিখ নোয়াপাড়া - দক্ষিণেশ্বর (Noapara-Dakshineswar Metro) রুটের মেট্রোর সূচনা করবেন প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জানা গেছে সপ্তাহের কাজের দিনগুলিতে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে ১৫৮টি মেট্রো। আর ছুটির দিনে চলবে ১৫৬টি ট্রেন। এই রুটে শেষ মেট্রো চলবে রাত ৯টা ৩০ মিনিটে। রুটের সর্বোচ্ছ ভাড়া থাকছে ২৫ টাকা। ২৩ তারিখ মেট্রো খুলে দেওয়া হবে সাধারণ যাত্রীদের জন্য।N

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন ২২ তারিখ
  • উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী?

অপেক্ষার অবসান। কলকাতা মেট্রোর (Metro Rail) রুটে হতে চলেছে আরও একটি সংযোজন। আগামী ২২ তারিখ নোয়াপাড়া - দক্ষিণেশ্বর (Noapara-Dakshineswar metro) রুটের মেট্রোর সূচনা করবেন প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জানা গেছে সপ্তাহের কাজের দিনগুলিতে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে ১৫৮টি মেট্রো। আর ছুটির দিনে চলবে ১৫৬টি ট্রেন। এই রুটে শেষ মেট্রো চলবে রাত ৯টা ৩০ মিনিটে। রুটের সর্বোচ্ছ ভাড়া থাকছে ২৫ টাকা। ২৩ তারিখ মেট্রো খুলে দেওয়া হবে সাধারণ যাত্রীদের জন্য।

এই রুটের মেট্রো কবে চালু হবে সেই নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল শহরবাসীর মনে। মোট ৪ কিলোমিটার এই যাত্রাপথের কাজ শেষের পর ট্রায়াল রানও চালানও হয় ওই রুটে। গত ৫ ফেব্রুয়ারি প্রকল্প পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। তারপর শর্ত সাপেক্ষে সেই ছাড়পত্র দেওয়া হয়েছে বলে মেট্রোরেল সূত্রে খবর। স্টেশনটি দেখতে হয়েছে পুরোপুরি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। প্রসঙ্গত ২০১০-১১ সালে রেল বাজেটে এই প্রকল্পের ঘোষণা করেন তৎকালীন রেলমন্ত্রী তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

এই প্রকল্প চালু হওয়ার পর মেট্রো পথে সরাসরি কালীঘাটের সঙ্গে যোগাযোগ স্থাপন হবে দক্ষিণেশ্বরের। আর শুধু কালীঘাটই নয়, গোটা শহরের সঙ্গেই মেট্রোর মাধ্যমে যুক্ত হবে দক্ষিণেশ্বর কালীক্ষেত্র। মেট্রো কর্তৃপক্ষ মনে করছে এই রুট চালু হলে আরও সহজে দক্ষিণেশ্বর মন্দির পৌঁছতে পারবেন ভক্তরা। এছাড়া স্থানীয় মানুষজনেরও নিত্য যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তবে ২৩ জানুয়ারি ভিক্টোরিয়াকাণ্ডের পর হলদিয়ার সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে। এখন দেখার দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধনে শেষ পর্যন্ত তিনি থাকেন কি না। 

Advertisement

 

Advertisement