scorecardresearch
 

বারোয়ারি দুর্গাপুজো নয়, আর্জি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

করোনা আহবে দুর্গাপুজোর আয়োজন করা উচিত কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে বিভিন্ন মহলে। এর মাঝেই বারোয়ারি দুর্গাপুজো বন্ধের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে। মামলাটি দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার মামলার শুনানি হওয়ার কথা। 

Advertisement
বারোয়ারি পুজো বন্ধের আর্জি, হাইকোর্টে জনস্বার্থ মামলা বারোয়ারি পুজো বন্ধের আর্জি, হাইকোর্টে জনস্বার্থ মামলা
হাইলাইটস
  • বারোয়ারি দুর্গাপুজো বন্ধের আর্জি
  • হাইকোর্টে জনস্বার্থ মামলা
  • বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা

করোনা আহবে দুর্গাপুজোর আয়োজন করা উচিত কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে বিভিন্ন মহলে। এর মাঝেই বারোয়ারি দুর্গাপুজো বন্ধের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে। মামলাটি দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার মামলার শুনানি হওয়ার কথা। 

মামলাকারীর আবেদন

মামলাকারীর পক্ষ থেকে বারোয়ারি পুজো বন্ধ রাখার আর্জি জানিয়ে কেরলের উদাহরণ দেওয়া হয়। বলা হয়, প্রথম দিকে কেরলে সংক্রমণ ছিল একেবারে কম। কিন্তু সেখানকার সরকার উতসবের অনুমতি দেওয়ার পরেই ব্যাপক হারে বেড়ে যায় সংক্রমণ। এমনকি কয়েকটি জেলায় তো পরিস্থিতি প্রায় হাতের বাইরে চলে যায়। একইসঙ্গে মহারাষ্ট্র সরকারের কথাও উল্লেখ করেছেন মামলাকারী। বলা হয়েছে গণেশ চতুর্থী মহারাষ্ট্রের প্রধান উতসব হলেও সেখানকার সরকার এবছর অনুমতি দেয়নি। তাই পরিস্থিতির কথা মাথায় রেখে বঙ্গেও বারোয়ারি দুর্গাপুজো এবছর বন্ধ রাখার আবেদন জানান মামলাকারী। 

পুজোয় লাগাম টানার পরামর্শ চিকিতসকদের

কয়েকদিন আগে চিকিতসকদের যৌথমঞ্চের তরফ থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে এইবছর দুর্গাপুজোয় লাগাম টানার আবেদন জানানো হয়। চিকিতসকদের আশঙ্কা পুজোয় মানুষ বিধিনিষেধ না মানলে এবং কোনও ভাবে ভিড় নিয়ন্ত্রণ করা না গেলে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। সেক্ষেত্রে হাসপাতালে রোগীদের জায়গা দেওয়া যাবে না বলেই মনে করছেন তাঁরা। সরকার অবশ্য পুজোর পর সংক্রমণ বৃদ্ধি পেলে তা মোবাববিলার জন্য আগাম হাসপাতালে বেড বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, পুজোও হবে আবার করোনাকেও আটকাতে হবে। তার জন্য মাস্ক পড়ে মণ্ডপে যাওয়া, সামাজিক দূরত্ব মেনে চলার মত বিভিন্ন পরামর্শ দিয়েছেন তিনি। একইসঙ্গে পুজো কমিটিগুলোকেও সতর্কতামূলক প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কী নির্দেশ দেয় মহামান্য হাইকোর্ট।
 

Advertisement
Advertisement