scorecardresearch
 

মাঝরাতে ধুন্ধুমার! পুলিশ দিয়ে সরানো হল চাকরিপ্রার্থীদের

বিধাননগর (Bidhannagar)-এ ধুন্ধুমার! বুধবার গভীর রাতে আন্দোলনরত আপার প্রাইমারি (Upper Primary) শিক্ষক-চাকরিপ্রার্থীদের পুলিশ (Police) জোর করে সরিয়ে দেয় বলে অভিযোগ। আরও অভিযোগ, তাঁদের টানাহ্যাঁচড়া করে পুলিশের গাড়িতে তোলা হয়। এবং তারপর নিয়ে যাওয়া হয় শিয়ালদা স্টেশন চত্বরে। সব অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

Advertisement
আন্দোলনরত চাকরিপ্রার্থীদের পুলিশ জোর করে সরিয়ে দিল বলে অভিযোগ উঠেছে। ছবি সৌজন্য: ফেসবুক আন্দোলনরত চাকরিপ্রার্থীদের পুলিশ জোর করে সরিয়ে দিল বলে অভিযোগ উঠেছে। ছবি সৌজন্য: ফেসবুক
হাইলাইটস
  • বিধাননগরে ধুন্ধুমার!
  • আন্দোলনরত চাকরিপ্রার্থীদের পুলিশ জোর করে সরিয়ে দিল
  • ঘটনার প্রতিবাদে রাতেই মিছিল

বিধাননগর (Bidhannagar)-এ ধুন্ধুমার! বুধবার গভীর রাতে আন্দোলনরত আপার প্রাইমারি (Upper Primary) শিক্ষক-চাকরিপ্রার্থীদের পুলিশ (Police) জোর করে সরিয়ে দেয় বলে অভিযোগ। আরও অভিযোগ, তাঁদের টানাহ্যাঁচড়া করে পুলিশের গাড়িতে তোলা হয়। এবং তারপর নিয়ে যাওয়া হয় শিয়ালদা স্টেশন চত্বরে। সব অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

দ্রুত নিয়োগের দাবিতে মঙ্গলবার থেকে এসএসসি অফিসের বাইরে অবস্থান-বিক্ষোভ শুরু করেন একটি সংগঠন 'আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ'। এর আগে তারা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন। মিছিলও করেছিলেন। তবে তাঁদের সমস্যার সমাধান হয়নি। তাঁদের তরফে দাবি করা হয়েছে, শিক্ষামন্ত্রী তাদের জানিয়েছেন মামলা চলছে বলে এখন কিছু করা যাচ্ছে না। তবে তাঁদের পাল্টা দাবি, রাজ্য সরকার উদ্যোগ নিলে সংকট কেটে যেত। কিন্তু রাজ্য কোনও ব্যবস্থাই নেয়নি। এতদিন হয়ে গেলেও তাঁদের নিয়োগের জন্য কোনও উদ্যোগ নেওয়া হয়নি তাদের অভিযোগ। তাঁদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তাঁরা চাকরি চান। আন্দোলন করতে তাঁরা চান না। কিন্তু বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে।

তাঁদের অভিযোগ, বুধবার গভীর রাতে সেখানে পুলিশ যায়। প্রথমে তাঁদের সেখান থেকে সরে যেতে বলা হয়। তবে তাঁরা আপত্তি জানান। তাঁরা সরাসরি জানিয়ে দেন, চাকরির জন্য তাঁরা আন্দোলন শুরু করেছেন। তাঁরা সেখান থেকে সরবেন না। তখন পুলিশ তাঁদের জানায়, ওই এলাকায় ১৪৪ ধারা জারি আছে। তাই সেখানে কোনো রকম জমায়েত করা যাবেনা তখন তারা আপত্তি জানান এরপর পুলিশ জোর করে তাদের গাড়ি পুলিশের গাড়িতে তুলে বলে অভিযোগ টানাহেঁচড়া করে বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন। সেখান থেকে সরাসরি তাদের নিয়ে যাওয়া হয় শিয়ালদহ স্টেশন চত্বরে। সেখানে জলকামান রাখা হয়েছিল বলে দাবি করেছেন তারা। 

আন্দোলনরত চাকরিপ্রার্থীরা পুলিশ দিয়ে সরিয়ে দেওয়ার প্রতিবাদে রাতেই শিয়ালদা স্টেশন চত্বর থেকে মিছিল করেন। যায় বিগ বাজার পর্যন্ত। মৌলালি মোড়ে অবস্থান শুরু করেন। এরপর বৃহস্পতিবার সকালেও তারা মিছিল করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ফের অবস্থানে বসবেন। পুলিশের ঘটনার নিন্দে করেছেন।

Advertisement

Advertisement