scorecardresearch
 

'সিবিআই কংগ্রেস জামানার মতো খাঁচায় পোরা তোতা পাখি নয়', রুজিরার নোটিশে মন্তব্য শমীকের

বিজেপি (BJP) নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘনিষ্ঠ আত্মীয়র বাড়িতে যখন সিবিআই (CBI) পৌঁছে গেছে তখন তাদের কাছে নিশ্চয়ই নির্দিষ্ট তথ্য আছে। না হলে নির্বাচনের ঠিক আগে সিবিআই-এর এত সাহস হবে না যে বাংলার মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়র বাড়িতে পৌঁছে যায়। এটা নিয়ে আমাদের কোনো রাজনৈতিক অবস্থান নেই।'

Advertisement
শমীক ভট্টাচার্য (ছবি সূত্র-ট্যুইটার) শমীক ভট্টাচার্য (ছবি সূত্র-ট্যুইটার)
হাইলাইটস
  • 'আজ অভিষেকের বাড়িতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি কাঙ্খিত দৃশ্য নয়'
  • 'এটা অনেকেই ভালো চোখে দেখছেন না'
  • বললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য

'সিবিআই একটা স্বতন্ত্র সংস্থা, কংগ্রেস জামানার মতো খাঁচায় পোরা তোতা পাখি নয়। সিবিআই যা করেছে তা তাদের ঠিক মনে হয়েছে বলেই করেছে।' কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) সিবিআই-এর নোটিশ প্রসঙ্গে এমনটাই বললেন বিজেপি (BJP) নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। বিজেপি নেতা আরও বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘনিষ্ঠ আত্মীয়র বাড়িতে যখন সিবিআই (CBI) পৌঁছে গেছে তখন তাদের কাছে নিশ্চয়ই নির্দিষ্ট তথ্য আছে। না হলে নির্বাচনের ঠিক আগে সিবিআই-এর এত সাহস হবে না যে বাংলার মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়র বাড়িতে পৌঁছে যায়। এটা নিয়ে আমাদের কোনো রাজনৈতিক অবস্থান নেই।' শমীক আরও যোগ করেন, 'যখনই তদন্ত শ্লথ হয়ে যায় তখনই বলা হয় দিদি মোদী গট-আপ, আর যখনই তদন্ত গতিপ্রাপ্ত হয় তখনই বলা হয় রাজনৈতিক প্রতিহিংসা। প্রায় এক দশক ধরে এটা শুনে আমরা ক্লান্ত।' 

এদিন অভিষেকের বাড়িতে মুখ্যমন্ত্রীর উপস্থিত হওয়ার ঘটনাতেও প্রশ্ন তোলেন শমীক। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী যেতেই পারেন। কিন্তু সিবিআই যাওয়ার ঘোষিত সময়ের আগেই তিনি সেখানে উপস্থিত হলেন, এটা অনেকেই ভালো চোখে দেখছেন না। কারণ তিনি সাধারণ মানুষ নন, রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি ভাবাবেগকে উস্কে দিতে চাইলেন, নাকি সিবিআই তদন্তের ওপর চাপ বাড়াতে চাইলেন, সেটা নিয়ে নিশ্চয়ই বিতর্ক থাকবে। তবে আজকে ওখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি খুব একটা কাঙ্খিত দৃশ্য নয়।'

অন্যদিকে নাম না করে পামেলা গোস্বামীর গ্রেফতারির প্রেক্ষিতেও বেশকিছু প্রশ্ন তোলেন এই বিজেপি নেতা। তিনি বলেন, 'আমাদের একজন গ্রেফতার করা হলো, আর পুলিশ হেফাজতে এক রাত থাকার পর আশ্চর্যজনক ভাবে তিনি সিআইডি তদন্ত দাবি করছেন।' শমীকের দাবি, 'যাঁরা বিজেপি করেন বা অন্য কোন দল করেন তাঁরা কেউই এখন সিআইডি তদন্তের ওপর তেমন একটা ভরসা রাখেন না। এটা শেখানো কথা কি না, সেটাই আমরা বুঝতে পারছি না।' শমীক বলেন, 'হেফাজতে থাকা একজনের কথায় রাতারাতি জঙ্গলে ডাকাত ধরার মতো পুরো ফৌজ একজনের বাড়িতে চলে গেল। এটা চক্রান্ত, নাটক নাকি পরিকল্পিত মেলোড্রামা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।' এই বিষয়ে যথাস্থানে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শমীকবাবু। 

Advertisement


 

Advertisement