নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই শিবপুরের বিধায়ক জটু লাহিড়ীর সমর্থনে দেখা গেল দেওয়াল লিখন। এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে হাওড়া জেলা তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার এলাকার একটি দেওয়ালে লেখা দেখা যায়, 'আসন্ন বিধানসভা নির্বাচনে শিবপুর (Shibpur ) কেন্দ্রের তৃণমূল কংগ্রেসে (TMC) প্রার্থী জটু লাহিড়ীকে (Jatu Lahiri) ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিন।' বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় জেলার রাজনীতিতে। তবে এই বিষয়ে হাওড়ার তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, "বিষয়টি দল দেখবে।"
তবে বিষয়টির সূত্রপাত অবশ্য সোমবার সন্ধ্যায়। সেদিন নিজের কেন্দ্রে এক সাংবাদিক বৈঠকে কথায় কথায় ফের ভোটে দাঁড়ানোর ইঙ্গিত দেন জটুবাবু। তিনি বলেন, "আমি নিশ্চিতভাবে জানি বিধায়ক হিসেবে আমি আবার আসব।" সোমবার জটু লাহিড়ীর এই মন্তব্যের পরেই মঙ্গলবার তাঁর নামে দেখা গেল দেওয়াল লিখন।
তবে এটাই প্রথম নয়। এই ঘটনা এর আগেও ঘটেছে তৃণমূলের অন্দরে। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের আগেই প্রার্থীর নামে দেওয়াল লিখন করে সমালোচনার শীর্ষে উঠে আসেন নদিয়ার নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের মহিশুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মীরা। দিন কয়েক আগে মহিশুরা এলাকার বিভিন্ন দেওয়ালে নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহার সমর্থনে লেখা দেখা যায়। দেওয়াল লিখনে পুণ্ডরীকাক্ষ সাহাকে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার কথা বলা হয়।
বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়ে যায় এলাকার রাজনৈতিক মহলে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এটিকে দলীয় কর্মীদের আবেগের বহিঃপ্রকাশ বলে ব্যাখ্যা করেছেন। তবে এই ঘটনায় পালটা সমালোচনায় সরব হয়েছে বিজেপি। পায়ের তলায় মাটি না থাকায় ভোটের আগে নিছক পালে হাওয়া লাগাতেই এই অগ্রিম দেওয়াল লিখন বলে কটাক্ষ করেছে গেরুয়া শিবির।