scorecardresearch
 

Kiranmay Nanda On Mamata Banerjee: "মমতাই সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী মুখ", সাফ কথা অখিলেশের দূতের

এই উত্তরপ্রদেশের ভোটেও নজর কাড়ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা ভোটে অখিলেশ যাদবের দলের হয়ে প্রচারে মানবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উত্তরপ্রদেশ নির্বাচনের মুখে কালীঘাটে তৃণমূল সুপ্রিমোর বাড়িতে এসে সেই আমন্ত্রণই জানিয়ে গেলেন অখিলেশের প্রতিনিধি হিসাবে আসা এসপি নেতা কিরণময় নন্দ।

Advertisement
উত্তরপ্রদেশের ভোটেও নজর কাড়ছেন বাংলার মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের ভোটেও নজর কাড়ছেন বাংলার মুখ্যমন্ত্রী
হাইলাইটস
  • উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন
  • আর সেদিকেই এখন নজর গোটা দেশের
  • আর এই উত্তরপ্রদেশের ভোটেও নজর কাড়ছেন বাংলার মুখ্যমন্ত্রী

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, আর সেদিকেই এখন নজর গোটা দেশের। উত্তরপ্রদেশে এই ভোটকেই বলা হচ্ছে ২০২৪ লোকসভা ভোটের আগে সেমিফাইনাল। বিজেপি মসনদ ধরে রাখতে পারবে নাকি অখিলেশের নেতৃত্বে সমাজবাদী পার্টি লখনউয়ের মসনদ দখল করতে পাড়বে তা জানতে ১০ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই উত্তরপ্রদেশের ভোটেও নজর কাড়ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা ভোটে অখিলেশ যাদবের দলের হয়ে প্রচারে মানবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উত্তরপ্রদেশ নির্বাচনের মুখে কালীঘাটে তৃণমূল সুপ্রিমোর বাড়িতে এসে সেই আমন্ত্রণই জানিয়ে গেলেন অখিলেশের প্রতিনিধি হিসাবে আসা এসপি নেতা কিরণময় নন্দ। তৃণমূলনেত্রীর সঙ্গে বৈঠক করে বেরিয়ে আজতক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সমাজবাদী পার্টির রাষ্ট্রীয় সহ-সভাপতি সাফ জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ই সর্বভারতীয় ক্ষেত্রে এখন বিজেপি বিরোধী মুখ।

 

কিরণময় নন্দ
কিরণময় নন্দ

 

বিজেপি বিরোধী মুখ মমতা
উত্তরপ্রদেশ ভোটের আগে ৮ ফেব্রুয়ারি লখনউ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । ভোটের প্রচারে বারাণসীও যাবেন তৃণমূলনেত্রী। ৮ ফেব্রুয়ারি মমতা-অখিলেশ  ভার্চুয়ালি যৌথ সভা ও সাংবাদিক বৈঠক করবেন। কালীঘাটে তৃণমূলনেত্রীর সঙ্গে বৈঠকের পর আজতক বাংলাকে এমনটাই জানিয়েছেন কিরণময় নন্দ। সমাজবাদী পার্টির রাষ্ট্রীয় সহ-সভাপতির সাফ বক্তব্য, "২০২১-এ এরাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে বিজেপি বিরোধী অন্যতম জাতীয় মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ৷"

 

 

উত্তরপ্রদেশে প্রার্থী দেবেন না মমতা
পাশাপাশি কিরণময় নন্দ জানিয়েছেন, উত্তর প্রদেশ নির্বাচনে  কোনও আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে না বলে তাঁকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ উত্তর প্রদেশের সব আসনেই সপা-কে সমর্থন করবে তৃণমূল৷ ঠিক যেভাবে ২০২১ সালের বাংলায় বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সমর্থন জানিয়েছিল সমাজবাদী পার্টি৷ কিরণময় নন্দ জানিয়েছেন, গত পরশু দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে অখিলেশ যাদবের৷

Advertisement

 বিরোধী জোটের সলতে পাকানোর জল্পনা
বাংলায় তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপিকে পর্যদুস্ত করার শপথ নেন তৃণমূলনেত্রী। সেই অনুযায়ী জোটের ডাকও দিয়েছেন তিনি। উত্তরপ্রদেশের নির্বাচনে সমাজবাদী পার্টিকে সমর্থন করে সেই জোটেরই যেন সলতে পাকান শুরু করে দিলেন তৃণমূলনেত্রী। কিরণময় নন্দের কথায়, 'সারা দেশের মানুষ উত্তর প্রদেশ নির্বাচনের দিকে তাকিয়ে আছে৷ বিজেপি-কে শুধু পরাজিত করাই নয়, পর্যুদস্ত করাই লক্ষ্য৷ উত্তর প্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সমাজবাদী পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে৷ ২০২১ সালে বাংলার নির্বাতনে মমতার সাফল্যে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে৷ তিনি উত্তর প্রদেশে প্রচারে গেলে আমাদের কর্মীরা তো বটেই, উত্তর প্রদেশে বিজেপি বিরোধী বিপুল সংখ্যক মানুষও উদ্বুদ্ধ হবেন৷'

  বস্তুত, ২০২১ সালে বাংলায় বিধানসভা ভোটের সময় সপা নেত্রী জয়া বচ্চন এসেছিলেন এ রাজ্যে। তৃণমূলের হয়ে কলকাতায় প্রচার করেছিলেন তিনি। কিরণময় নন্দও প্রচার করেছিলেন তৃণমূলের সমর্থনে। নন্দীগ্রামে প্রচার করেছিলেন তিনি। এবার সপার হয়ে উত্তরপ্রদেশে প্রচারে গিয়ে ২০২৪-এর আগে জোট জল্পনাকে আরও উস্কে দিচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
 

Advertisement