কলকাতায় রেলের অফিসে অগ্নিকাণ্ডে মৃতদের প্রতি সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তাঁরা টুইট করেছে শোক জানিয়েছেন। পাশাপাশি রেলমন্ত্রী জানান, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
মোদী টুইটে লেখেন, কলকাতায় অগ্নিকাণ্ডের কথা জানতে পেরে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আশা করি আহতরা দ্রুত সেরে উঠবেন।
Saddened by the loss of lives due to the fire tragedy in Kolkata. In this hour of sadness, my thoughts are with the bereaved families. May the injured recover at the earliest.
— Narendra Modi (@narendramodi) March 9, 2021
কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের অফিসে সোমবার আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে দমকলকর্মী, আরপিএফ পুলিশ-সহ ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের বিরুদ্ধে কিছু অভিযোগ তোলেন।
রেলমন্ত্রী সেই অভিযোগ অস্বীকার করেন। সোমবার গভীর রাতে তিনি টুইট করেন। টুইটে তিনি জানান, এই দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে রাজ্য সরকারকে রেলের তরফ থেকে সম্ভাব্য সব রকমের সাহায্য করা হয়েছে। রেলের ৪টি বিভাগের প্রধানদের নিয়ে এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। কী কারণে এই আগুন লাগল তা তদন্ত করে দেখা হবে।
অন্য একটি টুইটে তিনি লিখেছেন, রেলের জেনারেল ম্যানেজার পর্যায়ের আধিকারিক-সহ রেলের আধিকারিকেরা রয়েছেন। উদ্ধারের কাজে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে তাঁরা কাজ করছেন। সবার নিরাপত্তার জন্য আমরা দায়বদ্ধ।
Sincere condolences to the families of the 9 brave deceased including the 4 firefighters, 2 Railways personnel & a police ASI who have been fighting the fire at the Eastern Railways Strand road office in Kolkata.
— Piyush Goyal (@PiyushGoyal) March 8, 2021Advertisement
নিহতদের প্রতি শোক জানিয়ে তিনি আরও একটি টুইটে তিনি জানান, নিহত ৯ জন সাহসী কর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানাই। কলকাতায় পূর্ব রেলের স্ট্র্যান্ড রোডের অফিসে আগুন নেভাতে গিয়ে ৪ দমকলকর্মী, ২ রেলকর্মী এবং ১ পুলিশকর্মী প্রাণ হারিয়েছেন।তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।