scorecardresearch
 

Tapas Mondal : 'দুর্নীতির সঙ্গে যুক্ত নই', আদালতে যাওয়ার পথে ফের দাবি তাপসের

নিয়োগ দুর্নীতিতে এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাপস মণ্ডলকে। রবিবার ফের তাঁকে এবং নীলাদ্রি ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাঁকে ও নীলাদ্রিকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, গোটা ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড তাপস মণ্ডল। কারণ তাঁকে ছাড়া দুর্নীতির জাল কোনওভাবেই বিছাতে পারতেন না মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)।

Advertisement
সিবিআই-এর হাতে গ্রেফতার তাপস মণ্ডল সিবিআই-এর হাতে গ্রেফতার তাপস মণ্ডল
হাইলাইটস
  • তাপস মণ্ডল গ্রেফতার
  • নিয়ে যাওয়া হল আদালতে
  • ফের নিজেকে 'নির্দোষ' বলে দাবি

রবিবার যে কথা বলেছিলেন, সোমবারও কার্যত সেই কথাই আরও একবার শোনা গেল নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার তাপস মণ্ডলের (Tapas Mondal) মুখে। এদিন আদালতে নিয়ে যাওয়ার সময় তাপস মণ্ডল দাবি করেন, তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন। রবিবারই তাঁকে গ্রেফতার করে সিবিআই। একইসঙ্গে গ্রেফতার করা হয় আরও এক এজেন্ট নীলাদ্রি ঘোষকে (Niladri Ghosh)। 

নিয়োগ দুর্নীতিতে এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাপস মণ্ডলকে। রবিবার ফের তাঁকে এবং নীলাদ্রি ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাঁকে ও নীলাদ্রিকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, গোটা ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড তাপস মণ্ডল। কারণ তাঁকে ছাড়া দুর্নীতির জাল কোনওভাবেই বিছাতে পারতেন না মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)।

এদিকে তাপস মণ্ডলকে গ্রেফতারের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, আগেও যেহেতু তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাহলে এতদিন পরে কেন গ্রেফতার করা হল?এই প্রসঙ্গে সিবিআই সূত্রে খবর, এতদিন তাপসের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তাঁরা। কিন্তু এবার কিছু চেপে যাওয়ার চেষ্টা করছেন তাপস। তদন্তে অসহযোগিতা করছেন তিনি, আর সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা আরও মনে করছেন, তাপস মণ্ডল বাইরে থাকলে তথ্য প্রমাণ লোপাট হয়ে যেতে পারে। যাঁরা সাক্ষী, তাঁদের প্রভাবিতও করতে পারেন। এছাড়া গ্রেফতারের পর কুন্তল ও তাপসকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও মনে করা হচ্ছে।

যদিও তাঁর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং তাপস মণ্ডলই। গ্রেফতারের পর তিনি বলেন, "কুন্তলের কাছ থেকে টাকা চেয়েছিলাম। ৫০ লক্ষ নয়, ১৯ কোটি ফেরত চেয়েছিলাম। কেন গ্রেফতার জানা নেই। আমি টাকা নিইনি"। একইসঙ্গে কুন্তল ঘোষও জেরায় তাঁর নাম উল্লেখ করেছেন, সেই প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে, তাপস বলেন, যেহেতু তিনি কুন্তলের নাম করেছে, তাই পালটা কুন্তলও (Kuntal Ghosh) তাঁর নাম করেছেন।

Advertisement

আরও পড়ুন - পালটা অভিষেকের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি BJP-র, 'স্বাস্থ্যসাথী ' তুলে জবাব TMC-র 


 

Advertisement