তাপমাত্রার পারদ পতন অব্যাহত। মঙ্গলবারের (Tuesday) পর বুধবারও (Wednesday) নামল তাপমাত্রার পারদ। আজ শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন অঞ্চলের সর্বিনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। আবাহাওয়া দফতর বলছে আগামী ২ দিনও নামতে পারে তাপমাত্রা। পাশাপাশি জেলাগুলিতেও শীতের আমেজ থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
জানুয়ারির প্রথম দিকে ২ -৩ দিন পর থেকেই ঊর্ধ্বমুখী হয় তাপমাত্রার গ্রাফ। পরিস্থিতি এমন দিকে পৌঁছায় যে বেলা বাড়লে একপ্রকার গায়ে গরম পোশাক রাখাই যাচ্ছিল না। অফিস টাইমে লোকাল ট্রেনে ঘুরতে দেখা যায় পাখা। স্বভাবতই মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করে তবে কি শীত বিদায় নিল বঙ্গ থেকে? তার মাঝেই মঙ্গলবার ভোর থেকে ফের শীতের আমেজ অনুভূত হয়। ফের নামতে শুরু করে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মকর সংক্রান্তিতে বঙ্গবাসীর সঙ্গেই থাকবে শীত।
আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, গত সোমবার শহর কলকাতা ও সংলগ্ন অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি। পাশাপাশি এখনও পর্যন্ত গত ১০ বছরে জানুয়ারির সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে ২০২১ রয়েছে তৃতীয় স্থানে। গত রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। তার আগে ২০১৭ সালে ২৬ জানুয়ারি দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস এবং ২০১২ সালের ১ জানুয়ারি দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ফের ঢুকছে উত্তুরে হাওয়া। যার জেরেই তাপমাত্রার পারদের এই পুনরায় পতন।