উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে। রাজ্যের পশ্চিমের জেলাগুলোও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় আবহাওয়া থাকবে মেঘলা। এমনই পূর্বাভাস আবহাওয়াবিদদের।
আলিপুর আবাহাওয়া দফতরের মতে, শনিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, ঝড়বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি দুটো জেলা দার্জিলিং, কালিম্পং ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারেরও ঝড়বৃষ্টি অথবা বর্জ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কী কারণে বৃষ্টি? এ ব্যাপারে তাঁরা জানাচ্ছেন, ঝাড়খন্ডে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর অন্যিদিকে বঙ্গোপসাগরের নীচের অংশ থেকে আর্দ্র জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে। বিপরীত চরিত্রের হাওয়ার মিলন হচ্ছে। দুটো বাতাসের মিলন হচ্ছে। তাই এই পরিস্থিতি। ঝাড়খন্ড লাগোয়া পশ্চিমের জেলাগুলোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠান্ডা, শুষ্ক এবং গরম, জলীয় বাতাসের মিলন হচ্ছে বলে বৃষ্টির সম্ভাবনা।
তাঁরা আরও জানাচ্ছেন, কলকাতার আংশিক মেঘলা আকাশ থাকবে। দিনের তাপমাত্রা খুব একটা বাড়বে না। তা ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আর রাতের তাপমাত্রা ২৪ ডিগ্রির কাছাকাছি থাকবে। তবে জেলাগুলোত সামান্য একটু বেশি।
কলকাতার আবাহওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। যেভাবে চলছে, সেভাবেই চলবে। আগামী ৩-৪ দিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, দমদমে ২৫.৪, হলদিয়ায় ২৫.০, মালদায় ২২.৬।