scorecardresearch
 

হঠাত্‍ রাজভবনে মমতা, রাজ্যপালের সঙ্গে কী নিয়ে কথা?

বিকেল ৪টে বাজতে তখন কয়েকমিনিট বাকি। আচমকায় রাজভবনে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর রাজ্যপালের সঙ্গে আজ সাক্ষাৎ নিয়ে সরকারিভাবে আগাম কিছুই জানানো হয়নি। স্বাভাবিকভাবেই এই সাক্ষাৎ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।

Advertisement
মমতা ও ধনকড় মমতা ও ধনকড়
হাইলাইটস
  • আচমকায় রাজভবনে হাজির মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়
  • মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা কী জন্য রাজভবনে গেলেন সেই সম্পর্কে সরকারিভাবে কিছু জানা যায়নি
  • বিধান পরিষদ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে

বিকেল ৪টে বাজতে তখন কয়েকমিনিট বাকি। আচমকায় রাজভবনে হাজির মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর রাজ্যপালের সঙ্গে আজ সাক্ষাৎ নিয়ে সরকারিভাবে আগাম কিছুই জানানো হয়নি। স্বাভাবিকভাবেই এই সাক্ষাৎ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। 

মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা কী জন্য রাজভবনে গেলেন সেই সম্পর্কে সরকারিভাবে কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, মুকুল রায়কে PAC চেয়ারম্যান করা নিয়ে বিরোধী দল BJP যে বিরোধিতা শুরু করেছেন, তা নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আবার আর একটি সূত্রের দাবি, বিধান পরিষদ তৈরি নিয়ে রাজ্য সরকার এখন উঠেপড়ে লেগেছে। সেই বিষয়ে ধনকড়ের সঙ্গে আলোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে দুই জনের মধ্যে। 

আরও পড়ুন : দেহরক্ষীর রহস্যমৃত্যুর তদন্ত, শুভেন্দুর বাড়িতে CID

প্রসঙ্গত, ইতিমধ্যেই বিধানসভায় বিধান পরিষদ নিয়ে ভোটাভুটি করেছে রাজ্য সরকার। সেই ভোটাভুটিতে বিধান পরিষ.দের প্রস্তাব পাশ হয়েছে। তবে রাজ্যপাল এখনও অনুমতি দেননি বলে খবর। সেই অনুমতি নিতেই মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন বলে মনে করছেন কেউ কেউ। 

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন ইস্যুতে সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনকড়। রাজ্যের আইন-শৃঙ্খলা, দুর্নীতি, ভোট পরবর্তী হিংসা, জিটিএ-সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করেছেন তিনি। রাজ্য সরকারও পাল্টা আক্রমণ করেছে রাজ্যপালকে। সেই সংঘাতের আবহেই আজ রাজ্যপালের বাসভবনে গেলেন মুখ্যমন্ত্রী।  

Advertisement