scorecardresearch
 
Advertisement

Bengali Youtubers Protest Against RG Kar Incident: 'জাস্টিস' চাই, পথে এবার বাংলার ইউটিউবাররাও

Bengali Youtubers Protest Against RG Kar Incident: 'জাস্টিস' চাই, পথে এবার বাংলার ইউটিউবাররাও

আরজি কর কাণ্ডে সুবিচারের দাবিতে এবার পথে নামলেন বাংলার ইউটিউবার-ইনফ্লুয়েন্সাররাও। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার পাটুলি মোড় থেকে গাঙ্গুলিবাগান পর্যন্ত মিছিলে সামিল হন তাঁরা। তোলেন 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান। ছিলেন, অগ্নি, ফুডকা, কুণাল, নন্দিনী, গৌরবের মতো জনপ্রিয় ইউটিউবাররা। বেশ কয়েকজন অভিনেতা ও গায়কও এদিনের মিছিলে ছিলেন। বৃষ্টি মাথায় নিয়েই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে হাঁটেন তাঁরা।

Advertisement