scorecardresearch
 
Advertisement

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলকে ভর্তির প্রয়োজন নেই, জানাল SSKM কর্তৃপক্ষ

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলকে ভর্তির প্রয়োজন নেই, জানাল SSKM কর্তৃপক্ষ

রক্ষা কবচ পেলেন না অনুব্রত মণ্ডল। হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই বলে জানাল SSKM কর্তৃপক্ষ। গরুপাচার মামলায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি না হয়ে SSKM -এ চিকিৎসকের পরামর্শ নিতে যান অনুব্রত মণ্ডল। হাসপাতাল সূত্রে জানা যায় উডবার্নের ২১৬ নম্বর কেবিন বরাদ্দ করা ছিল। তাঁর পরীক্ষা করেন সাতজন চিকিৎসক। টিমে ছিলেন মেডিসিন বিভাগের চিকিৎসক সৌমিত্র ঘোষ, সার্জারি বিভাগের চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার, কার্ডিও বিভাগের চিকিৎসক সরোজ মণঅডল, চেস্ট বিভাগের চিকিৎসক শুভঙ্কর চৌধুরী এংব ফিজিক্যাল মেডিসিন বিভাগের চিকিৎসক রাজেশ প্রামাণিক। সোমবারই তাকে সিবিআই -এর কাছে যাওয়ার কথা। হাসপাতাল থেকে সোজা বেড়িয়ে যান অনুব্রত মণ্ডল।

Anubrata Mondal does not require hospitalization SSKM authorities said

Advertisement