scorecardresearch
 
Advertisement

Dilip Ghosh On Anish Khan Death Case: 'আনিসের দোষীদের শাস্তি দেওয়ার ইচ্ছে নেই সরকারের': দিলীপ

Dilip Ghosh On Anish Khan Death Case: 'আনিসের দোষীদের শাস্তি দেওয়ার ইচ্ছে নেই সরকারের': দিলীপ

আগামিকাল ১০৮টি পুরসভায় নির্বাচন। নির্বাচনের আগের দিনও একাধিক পুরসভার ওয়ার্ডগুলিতে বিচ্ছিন্নভাবে অশান্তির ছবি উঠে আসছে। কোথাও পোস্টার ছেঁড়া হয় তো কোথাও বোমাবাজি হয়। নির্বাচনের আগের দিন বিজেপি নেতা দিলীপ ঘোষের দাবি, হতাশাজনক পরিস্থিতিতে নির্বাচনের প্রস্তুতি শুরু হলেও, এখন সাধারণ মানুষের উৎসাহ বেড়েছে। শাসক দল বিরোধী দলগুলিকে ভয় দেখানোর চেষ্টা করছিল বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আনিস ইস্যুতে সরকারের ভূমিকা প্রসঙ্গে দিলীপ জানান,"এই SIT-এর ওপর কারও আস্থা নেই। প্রশাসনও জানে, এটা একটা চালাকি। আমরা অনেক আগে থেকেই দেখে আসছি, বেশ কিছু খুনের মামলায় এফআইআরও দায়ের করা হয়নি। দোষীদের শাস্তি দেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। যখন সরকার আর পুলিশ দোষী, কেন ওই এলাকা থেকে SP-কে সরানো হয়নি।"

Dilip Ghosh Slams SIT and West Bengal Government Over Anish Khan Death Case

Advertisement